ষষ্ঠ পরিচ্ছেদ । -aధ్సా () (rణాমহাভারত ! অমর কবি দীনবন্ধু সুরধুনী কাব্যে লিখিয়াছেন – দানশীল কালী সিংহ বিজ্ঞ মহোদয় সত্য সারস্বতাশ্রম’ র্যাহার আলয় পণ্ডিতে পালন করে, আপনি পণ্ডিত "ভারতের অনুবাদ পণ্ডিত সহিত, বিপুল বিভব, যেন অবনী ধনেশ, দেশের কল্যাণে প্রায় করিয়াছে শেষ, রহস্য-কৌতুক হাসি রসিকতা-ভরা, ‘হুতোম পেচার ধাড়ী পড়েছেন ধরা ।” এই প্রবন্ধে বিদ্যোৎসাহী কালীপ্রসন্নের দানশীলতা প্রভৃতির যৎকিঞ্চিৎ পরিচয় প্রদত্ত হইয়াছে। ‘কৃতোম প্যাচা’রও সংক্ষিপ্ত পরিচয় আমরা প্রদান করিয়াছি। এক্ষণে আমরা কালীপ্রসমের সর্বশ্রেষ্ঠ কীৰ্ত্তিস্তম্ভ মহাভারতের বিষয়ে দুই একটি কথা বলিব। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত সংস্কৃত মহাভারতের বঙ্গভাষায় অনুবাদ-প্রচারের বিরাট কল্পনা কিরূপে কালীপ্রসন্নের মনে উদিত হইয়াছিল, এবং কিরূপে এই মহৎ কাৰ্য্যের আরম্ভ হয়, তাহা নিশ্চয় জানা যায় না। মহাভারত ।
পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।