পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 মছাল্লা কালীপ্রসন্ন সিংহ । ية منهم সদুপায় নিৰ্দ্ধারণে অসমর্থ ছিলেন। কিন্তু হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় উল্লিখিত বিষয়ে প্রথমে হস্তক্ষেপ করিয়া বাঙ্গালিদিগের উন্নতি সাধনে যত্নবান হইয়াছিলেন, তিনি যে সমস্ত সদুপায় নিৰ্দ্ধারণ করিতেন, কি ব্যবস্থাপক সমাজ কি ইংলণ্ডীয় কর্তৃপক্ষ তাহ সাদরে গ্রাহ করিয়াছেন। শ্বেতপূজক ইয়ংবেঙ্গলদিগের যে প্রকার অপার মহিমা, কিন্তু হরিশ্চন্দ্র বাবুর তৎসহবাস সত্ত্বেও তাহাদিগের অনুসরণ করেন নাই। তিনি সাহেবদিগের একদিনের জন্য তোষামোদ করেন নাই। পরনিন্দ, হিংসা, অযথা কথা ও পরানিষ্ট চেষ্টা ভঁাহারে স্পর্শও করিতে পারে নাই। তিনি স্বদেশীয় ভ্রাতৃবর্গের উন্নতি দেখিলে পরম পরিতোষ প্রাপ্ত হইতেন ; স্বদেশীয়বর্গের দুঃখ দর্শনে তাহার কোমল হৃদয় বিদীর্ণ হইত। যাহাতে ক্রমে বাঙ্গালীর রাজ্যশাসন ভারের অংশ প্রাপ্ত হইয়া ইংলণ্ডের ন্যায় স্বাধীন তন্ত্রভুক্ত হয়, ইহাই তাহার চিরপ্রাথিত অভিলাষ ছিল ; তিনি স্থির করিয়াছিলেন যে, পূর্বে ব্রাহ্মণের বিদ্যাবলে অবশিষ্ট সাধারণ সম্প্রদায়ের উপর কর্তৃত্ব করিতেন ; অপর সমাজস্থ মনুষ্যগণ যেমন ব্রাহ্মণের অধীন ছিল এবং ব্রাহ্মণেরাই যে প্রকারে সামান্ত সমাজের শাসন করিতেন ; সেইরূপ জমিদারবর্গে প্রজাগণের উপর কর্তৃত্ব করেন। প্রজাগণ তাহার মতেই মত প্রদান করে এবং সকলে তাহারেই একমাত্র প্রিয়চিকীষু জ্ঞানে তাহার উপর আপনাদিগের সমুদায় প্রিয় কাৰ্য্যের ভারাপণ করত নিশ্চিন্ত হয় ; জমিদার সরল হৃদয়ে পক্ষপাত রহিত হইয়া নিয়ত তদধীনস্থ প্রজাবর্গের শুভানুধ্যান