পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

© মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । সম্পূর্ণ পরিচয় কিরূপে পাইব ? কিন্তু যিনি এই অল্পকালের মধ্যেই স্বার্থকে পদদলিত করিয়া দেশহিতব্ৰতে জীবন উৎসর্গ । করিয়া, সমসাময়িক সমাজের ইংরাজী শিক্ষার প্রভাব ও তিক্রম করিয়া মাতৃভাষাকে সমৃদ্ধ করিয়া, লুপ্তপ্রায় হিন্দু নাট্যকলার পুঃিবিধান করিয়া, অজ্ঞানতমসাচ্ছন্ন দেশবাসিগণের মধ্যে শাস্ত্রজ্ঞানের পুনঃপ্রচার করিয়া, তাহার অনন্যসাধারণ প্রতিভার, মহত্ত্বের ও দূরদর্শিতার চিরস্থায়ী নিদর্শন রাখিয়া গিয়াছেন, তাহার জীবনের ইতিহাস অসম্পূর্ণ হইলেও আলোচনার যোগ্য। আমাদিগের দেশে মহাত্মগণের জীবনকথা লিপিবদ্ধ করিবার প্রথা এখনও প্রবর্তিত হয় নাই। ইহা বিস্ময়ের বিষয় ? আমরা প্রাচীন গ্রন্থসাগর মন্থন করিয়৷ ঐতিহাসিক তথ্যাদির আবিষ্কার করিতেছি, কৃত্তিবাসের জন্মদিবস নিরূপিত করিতেছি, কালিদাসের জন্মস্থান সম্বন্ধে আলোচনা ও তর্ক বিতর্ক করিতেছি, কখনও বা য়ুরোপীয় প্রত্নতত্ত্ববিদগণের বহু গবেষণার ফল বাঙ্গালা ভাষায় মৌলিক বলিয়া প্রচার করিয়া অজ্ঞ জনসাধারণকে প্রতারিত করিতেছি, কখনও বা সেগুলি ফুৎকারে উড়াইয়া দিয়া র্তাহাদিগের অপেক্ষ আমাদিগের পাণ্ডিত্যের আধিক্য প্রতিপন্ন করিয়! আত্মপ্রসাদ লাভ করিতেছি। কিন্তু আমরা অনেকেই জানি না, আমাদিগের পিতৃপিতামহগণ কোন স্থানে কোন সময়ে আবিভূর্ত হইয়াছিলেন। চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, অশোক বা । কণিষ্কের সময়ে লোকে কিরূপে জীবন যাপন করিত, তাহাদিগের জন্ম ও বংশ-বিবরণ।