পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । $$ স্থলে উপস্থিত ছিলেন এবং একবাক্যে এই প্রশংসনীয় উদ্যমের যথোচিত মুখ্যাতি করেন। উক্ত নাটকে সঙ্গীতের অভাব ছিল। সকলে একবাক্যে প্রশংসা করিলেও এই অভিনয় কালীপ্রসগ্নেয় । উচ্চ আদর্শের অনুযায়ী হয় নাই। অভিনয়োপযোগী উত্তম নাটকের অভাব সনদর্শন করিয়া কালীপ্রসন্ন স্বয়ং একখানি নাটক প্রণয়ন করিবার সংকল্প করিলেন । অতি অল্পকালের মধ্যেই (১৮৫৭ খ্ৰীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে) কালীপ্রসন্নের ‘বিক্রমৌর্বশী প্রকাশিত হইল। পুস্তকখানি বঙ্গসাহিত্যানুরাগী বৰ্দ্ধমানাধিপতি মহাতাপ চন্দের নামে উৎস্থষ্ট হইয়াছিল। উৎসর্গ পত্রট এইরূপ — আছেন যে, ঐ সময়ে ‘নাটুকে নারাণ’ বা পণ্ডিত রামনারায়ণ তর্করত্ব মহাশয় বেণীসংহারের একটি অম্বাদ প্রকাশ করেন। ১৭৭৯ শকাদের বিবিধার্থসংগ্রহে প্রকাশিত উক্ত পুস্তকের সমালোচনা হইতে নিয়ে উদ্ধৃত অংশ হইতে প্রতীয়মাৰ হইবে যে, রামনারায়ণের বেণীসংহারই কালীপ্রসন্নের বাটতে অভিনীত হইয়াছিল“কয়েক মাস হইল ঐযুত বাবু শ্ৰীকৃষ্ণ সিংহ মহাশয়ের সদনে জীযুত বাবু কালীপ্রসন্ন সিংহের সাতিশয় প্রষত্ত্বে প্রস্তাৰিত অনুবাদ গ্রন্থের অভিনয় হইয়াছিল ; তদর্শনে সহৃদয় মহাশয়েরা যে প্রকার পরিভৃগু হইয়াছিলেন, তাহাতে নিশ্চিত বোৰ হইয়াছিল যে পণ্ডিতৰরের অনুবাদ ও নটদিগের নাট্যক্ৰিয় কোনমতে ঘূৰণীয় হয় নাই। সকলেই আপন জাপন প্রধত্ব পূর্ণরূপে সফল করত দর্শক ও পাঠক উভয়েরই প্রশংসাভাজন হইয়াছেন।” কালীপ্রসন্ন স্বয়ং তাছার বিক্রমোর্কশী নাটকেশৱ বিজ্ঞাপৰে লিখিয়াছেন যে প্রথমতঃ বিদ্যোৎসাহিনী রঙ্গভূমিত্তে ভট্টনারায় প্রশস্ত বেণীসংহার নাটকের মুক্ত রামনারায়ণ ভট্টাচাৰ্য্য কৃত বাঙ্গালী জঙ্কৰদেৱ चछिलग्न छ्प्ल' । - - বিক্রযোর্শ্বশী बाहेक |