পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ose ) এই ব্যবস্থাপত্র লাভ করিয়া রাজবল্লভ, বঙ্গীয় সমাজস্থ নিরুপবীত বৈদ্যসন্তানগণকে বিধিমতে প্রায়শ্চিত্ত করতঃ যজ্ঞোপবীত ধারণ করিবার নিমিত্ত আহবান করিলেন এবং সমস্ত ব্যয়ভার বহন করিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন। ইতিপূৰ্ব্বে বিক্রমপুরবৈদ্যসমাজে সুপ্রসিদ্ধ নওপাড়ার চৌধুরীগণ সমাজপতির আসনে আসীন ছিলেন । রাজবল্লভের অভু্যখানের সঙ্গে সঙ্গে তাহাদের সমাজপতিত্ব বিলুপ্ত হইয়াছিল এবং রাজবল্লভ সমগ্র বঙ্গীয় বৈদ্য সমাজের সমাজপতিত্ব লাভ করিয়াছিলেন। চৌধুরীবংশীয় রঘুরাম রায় এ নিমিত্ত রাজবল্লভের প্রতি মনে মনে সাতিশয় অসন্তুষ্ট ছিলেন। এই সময় বৈদাসম্প্রদায়ভুক্ত নিমদাশের সন্তানগণমধ্যে নিধিরাম, গঙ্গারাম এবং রামরাম সমৃদ্ধ অবস্থাপন্ন ছিলেন । গঙ্গারাম রাজবল্লভের পক্ষাবলম্বন করিলেন, কিন্তু নিধিরাম ও রামরাম রঘুরাম রায়ের সহিত যোগদান করিয়া রাজবল্লভের এই কায্যে বাধা প্রদান করিতে প্রবৃত্ত হইলেন । সমাজে এই শেষোক্ত ব্যক্তিগণের ক্ষমতা কম ছিল না । বঙ্গীয় সমাজের প্রায় অদ্ধাংশ বৈদ্য-সন্তান তাহাদের পক্ষাবলম্বন করিয়া রাজবল্লভের আহবানে কর্ণপাত করিলেন না। অগত্য তিনি অবশিষ্ট স্বজাতীয় লোকসহ, সাতিশয় সমারোহের সহিত যজ্ঞোপবীত গ্রহণ করিলেন । । এই কার্য্যে প্রায় দশ লক্ষ মুদ্র। ব্যয়িত হইয়াছিল এবং সমস্ত ব্যয়ভার রাজবল্লভ একাকীই বহন করিয়াছিলেন। যে সময় নিধিরাম ও রামরাম রাজবল্লভের বিরুদ্ধাচরণে প্রবৃত্ত হইয়াছিলেন, তৎকালে রাজবল্লভ উচ্চপদস্থ রাজপুরুষ, ইচ্ছা করিলে তিনি তাহাদিগকে অনায়াসেই অপদস্থ করিতে পারিতেন। কিন্তু সামাজিক ব্যাপারে রাজকীয় ক্ষমতার অপব্যবহার করা তাহার প্রকৃতিসিদ্ধ ছিল না ; সুতরাং তিনি পাশবশক্তির আশ্রয় গ্রহণ না করিয়া তাহাদের প্রতি প্রবোধবাক্য প্রয়োগ করিয়াই নিরস্ত হইয়া ছিলেন। -