পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০৮ ) স্মরণাতীত কাল হইতে উপনীত (১) । অতএব সিদ্ধান্ত হইতেছে যে বঙ্গ ও পূরকুলের বৈদ্যগণও পুৰ্ব্বে উপনীত ছিলেন। বাঙ্গালাদেশে কিংবদন্তী প্রচলিত আছে যে, বল্লাল পদ্মিনীনাম কোন নীচজাতীয় রমণীতে আসক্ত হইলে, তৎপুত্র লক্ষ্মণ সেনের সহিত র্তাঙ্কার বিরোধ উপস্থিত হয় এবং সেই উপলক্ষে অনেক বৈদ্যসস্তান জাতিপাতভয়ে যজ্ঞোপবীত পরিত্যাগ করেন, কেহ লা দেশ পরিত্যাগ পূৰ্ব্বক বল্লালের রাজ্যসীমার বহির্ভাগে, অর্থাৎ চট্টগ্রাম, ত্রিপুরা নোয়াখাণি, শ্ৰীহট্ট প্রভৃতি অঞ্চলে প্রস্থান করেন এবং বল্লালের সংসর্গ-হেতু, কাহারও যজ্ঞোপবীত লক্ষ্মণ সেনের আদেশে দূরীকৃত হয় । মাননীয় (১) বৰ্দ্ধমান, শ্ৰীগণ্ড নিবাসী শ্ৰীযুক্ত বাবু দুর্গাচরণ চৌধুরী মহাশয় এ সম্বন্ধে যে পত্র লিপিয়াছেন তাহা এই— সলিনয় নমস্কার নিবেদনমূ আমাদের পূঞ্চ পুরুধ ও ফকি রচাদ চৌধুর মহাশয়ের সহিত নবাব সরকারে উভয়ে BBB BBS BBB BBBB SBBBB BB BBBBB S BBB DDS BBBBSBBB DSDB BBB BB BB SBBBB BBBSBBS K BBB BBB BSDD BBBBBB BBB ছিল । স্কুল ইনস্পেক্টর ৬ পরমানন্দ মুখোপাধ্যায় মহাশয় উহার জীবনী লিগিবেন বলিয়। পত্রগুলি লইয়। তার ফেরত দেন নাই । অনুসন্ধানে জেনেছি পত্রগুলি নষ্ট হইয়াছে। রাজ বাহাদুরের সময় বঙ্গজ বৈদ্যদের যজ্ঞোপবীত ছিল না । শ্ৰীগণ্ডের বৈদ্যদের ত্যাচার ব্যবহার জানিবার জন্ত ও যজ্ঞোপবীতের পদ্ধতি সংগ্রহ জন্ত তিনি • 4পণ্ডে আগমন করেন । এপন হইতে পদ্ধতি লইয়া গিয়া দেশে অনেক বৈদ্যের পেতা দেওয়ান। ইতি ১৩১০।১৭ জ্যৈষ্ঠ । - শ্ৰীদুৰ্গাচরণ চৌধুরী, শ্ৰীখণ্ড, বৰ্দ্ধমান । এতদ্বারা প্রতীয়মান হইতেছে যে, রাজবল্লভের সময় শ্ৰীগণ্ড বৈদ্য সমাজে যজ্ঞোপবীত প্রথা প্রচলিত ছিল এবং ঐ সমাজের আদশ অবলম্বন করিয়ই তিনি বঙ্গীয় বৈদ্য সমাজে উপনয়ন প্রথা প্ৰবৰ্ত্তন করিবার চেষ্টা পাইয়াছিলেন ।