( יכיל ) তাহার সর্বনাশ সাধন করিতে অণুমাত্রও সংকোচিত হইবেন না । সৌভাগ্যক্রমে ভগবান জানকীরামকে সহজেই এই বিপদ হইতে উদ্ধার করিলেন, সিরাজের অপরিণাম দৰ্শিতায় তাহার অনুচরবর্গ যুদ্ধে পরাভূত হইল এবং তিনি অক্ষতশরীরে জানকীরামের হস্তে বন্দীভূত হহলেন । এদিকে আলিবর্দী ত্বরিতপদে পাটনায় উপস্থিত হইয়া সমস্ত বৃত্তান্ত অবগত হইলেন এবং অবিলম্বে সিরাজকে আনয়নপূৰ্ব্বক বক্ষে ধারণ করিলেন । এই ঘটনায় সিরাজ জানকীরামের প্রতি নিরতিশয় অসন্তুষ্ট হইয়াছিলেন, কিন্তু আলিবর্দী মধ্যস্থতা করিয়া তাহার চিত্তবিকার অপনোদন করিলেন এবং অচিরে দৌহিত্র-সমভিব্যাহারে মুরশিদাবাদে প্রত্যাবৃত্ত হইলেন। জীবনের অধিকাংশ সময় আলিবর্দী কেবল রণক্ষেত্রের অশাস্তিতেই যাপন করিয়াছেন। এক্ষণে র্তাহার জীবনের প্রদোষকাল সমাগত হইয়াছে ; সুতরাং তিনি শান্তিমুখ উপভোগ করিবার নিমিত্ত উৎসুক হইয়। পড়িলেন। দুৰ্দ্দান্ত মহারাষ্ট্রীয়গণ সহজে ছাড়িবার পাত্র ছিল না ; নবাব অবিলম্বে উড়িষ্যাপ্রদেশের দাবি পরিত্যাগ করিয়া তাহদের অনুকূলে সন্ধিসংস্থাপন করিলেন। পাটন সংক্রান্ত ঘটনায় সিরাজের উচ্চাকাঙ্ক্ষার বিষয় আলিবর্দী অবগত হইয়াছিলেন। রাজ্যশাসনের গুরুভার কিয়ুৎপরিমাণে লাঘব ও সিরাজকে সন্তুষ্ট করিবার অভিপ্রায়ে ১৭৫২ খৃষ্টাব্দে বৃদ্ধ নবাব প্রিয়তম দৌহিত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করিয়া রাজকীয় কতিপয় কাৰ্য্যভার ঐ যুবকের হস্তে অর্পণ করিলেন (১)। (1) Longs unpublished records of Government from 1748 to 1767. Page 33. (Dispatch to the Court dated the 18th September 1752.)
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।