|ノ● ৮ চন্দ্রকুমার রায় মহারাজ রাজবল্লভের যে জীবনী প্রণয়ন করিয়াছেন, তাহাতে লিখিত আছে যে, yগুরুদাস গুপ্ত মহাশয় বাঙ্গালা ভাষায় এবং অন্ত এক ব্যক্তি পারস্যভাষায় এই রাজপুরুষের জীবন-বৃত্তান্ত লিপিবদ্ধ করিয়াছিলেন । দুঃখের বিষয় বিস্তর চেষ্টা করিয়াও তাহা সংগ্ৰহ করিতে সক্ষম হই নাই। চন্দ্রকুমার রায় মহাশয়ের প্রণীত জীবনীর স্থানে স্থানে ঐতিহাসিক প্রমাদ দৃষ্ট হয় সন্দেহ নাই, কিন্তু বর্তমান পুস্তক প্রণয়নবিষয়ে উক্ত গ্রন্থ হইতে আমি অনেক সাহায্যপ্রাপ্ত হইয়াছি । বাখরগঞ্জের ভূতপূৰ্ব্ব ডিষ্ট্রক্ট ম্যাজিষ্ট্রেট, শ্ৰীযুক্ত বিভারিজ সাহেব বাহাদুর “বাখরগঞ্জ জিলার ইতিহাস’ নামক বে পুস্তক রচনা করিয়াছেন, সেই পুস্তকের স্থানে স্থানে রাজবল্লভ-সংক্রান্ত বৃত্তান্ত লিপিবদ্ধ আছে। আবগুক মতে সে গ্রন্থ হইতেও অনেক বৃত্তান্ত সংগ্রহ করা হইয়াছে। রাজনগরের “নবরত্ব,” “পঞ্চরত্ন,” “সপ্তদশরত্ন” “একবিংশতিরত্ন,” প্রভৃতি অট্টালিকা, সৌন্দর্য্য ও স্থপতি-কৌশলের নিমিত্ত বাঙ্গালা দেশে সবিশেষ খ্যাতি লাভ করিয়াছিল। প্রায় ৩৫ বৎসর হইল পদ্মার স্রোতঃপ্রবাহে তাহ সমস্তই নিমজ্জিত হইয়। অতীতের বিষয়ীভূত হইয়াছে। সেই সমস্ত অট্টালিকার প্রতিকৃতি সংগ্ৰহ করিবার নিমিত্ত অনেক চেষ্ট৷ করিয়াও কৃতকাৰ্য্য হইতে পারি নাই। এই পুস্তকে সেই সমস্ত প্রতিকৃতি সন্নিবিষ্ট করিতে পারিলে, রাজনগরের অট্টালিকাসমূহের সৌন্দৰ্য্য সহজে উপলব্ধ হইত সন্দেহ নাই । রাজবল্লভের স্বাক্ষর-যুক্ত যে দানপত্রের প্রতিলিপি এই গ্রন্থে সন্নিবিষ্ট হইয়াছে, তাহা তাহার অনস্তর বংশু শ্ৰীযুক্ত বাবু কালীচরণ সেন, বি, এল, মহাশয় সংগ্ৰহ করিয়া দিয়াছেন। ভরসা করি, এই স্বাক্ষর অনেকের নিকট আদরণীয় হইবে ।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।