( ১৩৮ ) মহৰ্ম্মদের বিশেষ শ্রদ্ধা জন্মিয়াছিল। তিনি মনে করিলেন, এই হিন্দুকৰ্ম্মচারী পাশ্বে অবস্থান করিলে উপস্থিত মতে র্তাহার সহিত নানা বিষয়ের মন্ত্রণা করিবার সুবিধা হইবে । অতএব তিনি রাজবল্লভকে মতিঝিল প্রাসাদে উপস্থিত হইবার নিমিত্ত্ব আহবান করিলেন । রাজবল্লভ জ্যেষ্ঠ পুত্র রামদাস সেনের প্রতি চাকাপ্রদেশের দেওয়ানি কার্য্যের ভার অর্পণ করিয়। অচিরে নিবাইস মহম্মদের সমীপে উপস্থিত চইলেন এবং তদবধি মুরশিদাবাদে অবস্থান করিতে লাগিলেন (১)। (১) “অক্ষয় বাবু প্রণীত সিরাজউদৌল্লা” ৯২ পূঃ । অক্ষয় বাবু বলেন রাজবল্লভ, কৃষ্ণবল্লভ নামক সুযোগ্য পুত্রের হস্তে ঢাকার ধনভণ্ডর সমর্পণ করিয়া মুরশিদাবাদে আগমন করেন । বস্তুতঃ রাজবল্লভের জ্যেষ্ঠ পুত্র রামদাসষ্ট প্রথমতঃ দেওয়ানি কাৰ্য্য নিৰ্ব্বাহ করিয়ছিলেন । রামদাস লোক।প্তরিড হইলে রাজবল্লভের দ্বিতীয় পুত্র কৃষ্ণদাস ( কৃষ্ণবল্লভ নহে ) ঐ কাৰ্য্য লাভ করেন। মোতাক্ষরীণ প্রণেত। ভ্রমক্রমে কৃষ্ণদাসকে কৃষ্ণবল্লভ লিথিয়,ছেন এবং অক্ষয় বাবুও এই ভ্রমেরই অনুসরণ করিয়াছেন ।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।