পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo/e. গ্লণ্ডিতবর উমেশচন্দ্র গুপ্ত বিদ্যায়ত্ব ও মুলেখক ত্রযুক্ত বাবু দীনেশচন্দ্র সেন, বি, এ, মহাশয়গণ রাজবল্লভের জীবনী সঙ্কলন করিতে প্রয়াসী ছিলেন । আমি এই কার্য্যে হস্তক্ষেপ করিয়াছি জানিতে পারিয়া উভয়েই স্বকীয় ঔদার্য্যগুণে ঐ সঙ্কল্প পরিত্যাগ করিয়াছেন। তাহাদের স্থায় যোগ্য ব্যক্তির হস্তে এই কাৰ্য্য অর্পিত হইলে মহারাজের জীবনী সম্পূর্ণ বিভিন্ন আকার ধারণ করিত সন্দেহ নাই। শ্ৰীযুক্ত বাবু কৈলাচন্দ্র সিংহ “বান্ধব” ও “নব্যভারত” নামক মাসিক পত্রিকায় রাজবল্লভ সম্বন্ধে কতিপয় প্রবন্ধ প্রচার করিয়াছেন । কৈলাস বাবুর লিখিত রাজবল্লভ সংক্রান্ত অধিকাংশ বৃত্তান্ত অপ্রকৃত ও বিদ্বেষমূলক। এই পুস্তকের স্থানে স্থানে আবশুকমতে সেই সমস্ত উক্তি উদ্ধৃত করিয়া তাহার অমূলকত্ব প্রদর্শন করা হইয়াছে। সেই সমস্ত বৃত্তান্ত সম্বন্ধে কি প্রমাণ বিদ্যমান আছে, তাহ জানিবার জন্য কৈলাস বাবুর নিকট এক পত্র লিখিয়াছিলাম, তদুত্তরে তিনি লিখিয়া८छ्न ६ ফেনি, ১২ই আষাঢ় । “মান্তবরেষু, - আপনার পত্ৰখানা পাইলাম। ঐতিহাসিক আলোচনা আমি পরিত্যাগ করিয়াছি, স্বতরাং আপনার লিখিত বিষয়ের উত্তর দিতে পারিলাম না। বিনা প্রমাণে আমি কিছুই লিখি নাই। প্রচলিত ইতিহাস অপেক্ষ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির রিপোর্ট ইত্যাদিতে অনেক বিষয় পাওয়া যায় জানিবেন। নিবেদক, শ্ৰীকৈলাসচন্দ্র সিংহ ।”