চতুর্থ পরিচ্ছেদ সিরাজকর্তৃক নিবাইসের বলক্ষয়ের চেষ্টা ক্রমে ১৭৫২ খৃষ্টাব্দ অতীত এবং ১৭৪৩ খৃষ্টাব্দ আগত হইল । ইতিমধ্যে নিবাইস মহম্মদ, বিশ্বস্ত ও প্রভূভক্ত অমাতা হোসেন কুলীখ। এবং রাজবল্লভের সহায়তায় উপযুক্তরূপে শক্তি সঞ্চয় করিলেন । ১) । নিবাইসের সরল ও অমায়িক ব্যবহারে মুরশিদাবাদ নগরের অধিকাংশ লোক তৎপ্রতি সাতিশয় সন্তুষ্ট ছিল । সৈন্তসংগ্রহদ্বারা তাহার শক্তি সঞ্চিত হইলে সকলেরই মনে দৃঢ় প্রতীতি জন্মিল যে, আলিবর্দী লোকান্তরিত হইবামাত্ৰ নিৰাইস সিরাজের উচ্ছেদ সাধন করিয়া বাঙ্গালার সিংহাসন অধিকার করিবেন। স্বয়ং সিরাজ এই অপরিমিত বলবৃদ্ধি সন্দর্শন করিয়া নিরতিশয় শঙ্কিত হইলেন এবং তাহার বলক্ষয় করিবার অভিপ্রায়ে অবিলম্বে উদ্যোগ করিতে লাগিলেন। পূৰ্ব্বে বলা হইয়াছে যে আলিবর্দী ও তাহার ধৰ্ম্মপত্নী, সিরাজকে আলিবর্দীর স্থলাভিষিক্ত দেখিতেই বাসন। করিতেন। সুতরাং তাহারাও পরোক্ষভাবে সিরাজের সহায়তা করিতে ক্রটি করিলেন না। সিরাজ ও র্তাহার হিতৈষিগণের দৃঢ় প্রত্যয় জন্মিয়াছিল যে, হোসেনকুলী খাঁ ও ত্বদীয় ভ্রাতুপুত্র হাসনউদ্দিন খ৷ জীবিত থাকা পৰ্যন্ত নিবাইসের পক্ষই প্রবল থাকিবে । অতএব র্তাহারা সৰ্ব্বাগ্রে ঐ উভয় কৰ্ম্মচারীর উচ্ছেদসাধনে যত্নপর হইলেন। (1) Ormes Indoostam, vol. II. Päge 48. qvA *f**£** wttw ماه ه . . . . ল্লেখ নাই । বোধ হয় উহ। গ্রন্থকারের ভ্রম।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।