( ১৪৫ ) এই সময় আগাবাখরনামক জনৈক মুসলমান স্বীয় পুত্র মহমণ সাদকের নামে বর্তমান বাখরগঞ্জ জিলার অন্তর্গত বোজরগ উমেদপুর পরগণার জমিদারী বন্দোবস্ত করিয়া ঢাকায় অবস্থান করিতেছিলেন। জমিদারীর অনেক রাজস্ব বাকি পড়ায় মহম্মদ সাদক নিবাইসের আদেশে মুরশিদাবাদে কারারুদ্ধ ছিল। উচ্ছ,খলতা এবং লাম্পটাে ঐ যুবক সিরাজ অপেক্ষ কোন অংশে নুন ছিল না। সিরাজ করামুক্তির ও ভাবী বিপদ হইতে রক্ষা করিবার আশ্বাস দিলে মহম্মদ সাদক ঢাকায় গিয়া হাসনউদ্দিনকে হত্যা করিতে সন্মত হয় এবং ১৭৫৩ খৃষ্টাব্দের প্রারম্ভে সিরাজের সাহায্যে মুরশিদাবাদের কারাগার হইতে পলায়ন করিয়া একদা প্রাতঃকালে ঢাকায় উপনীত হয় (১)। এই (১) scrafton সাহেবের মতে এই ঘটন। ১৭৫৫ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসের প্রথম Etto Hof; 5 &#gtfo—History of Backergunge by Beveridge, Page 45. Longs Unpublished Records Frar og 43 os qžR G »nes žstwa ১লা মার্চ তারিখের লিখিত Despatch উদ্ধত হইয়াছে, তৎপাঠে অবগত হওয়া যায় যে ঐ সময়ের পূৰ্ব্বে রাজবল্লভ ঢাকার শাসনকৰ্ত্ত ছিলেন। হোসেন কুলীগ ও 8াসনউদ্দিন খার হত্যার পর যে তিনি এই পদ লাভ করেন তদ্বিষয়ে কোন মতভেদ নাই । অতএব ১৭৭৪ খ্ৰীষ্টাব্দের ১লা মাচ্চের পুলে হাসনউদ্দিনগর হত্যাকাও “ঘটিত হওয়া অনায়াসে নিদ্ধারণ করা যাইতে পারে। আগাবাথরের উত্তরপুরুষগণ বাজরগ উমেদপুর পরগণা পুনরুদ্ধার করিবার অভিপ্রায়ে কলিকতা কোন্সিলে যে আবেদন করে, তাহাতে লিখিত আছে যে, আগাবাথরের মৃত্যু ও মহম্মদ সাদকের পলায়ন ১১৬০ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৫৩ খ্ৰীষ্টাব্দে সংঘটিত হইয়াছে । ঐ উভয় ঘটনা যে ংসিলউদিনের হত্যাকাণ্ডের পর সংঘটিত হয় তাহা সকলেই স্বীকার করেন । ইহা চুইতে অনুমান হইতেছে যে, ১৭৫৩ খ্ৰীষ্টাব্দেই মহম্মদ সাদক হাসনউদনকে হত্য *রিবার অভিপ্রায়ে ঢাকায় উপস্থিত হইয়াছিল। বিভারেজ সাহেবকৃত বাখরগঞ্জের তিহাসের ৪৩৮ পৃষ্ঠা দেখিলেই এই উক্তির সত্যতা প্রমাণ হইবে।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।