পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( st२ ) করেন নাই। জনক জননী এ বিষয়ে কঠোরতা অবলম্বন করিলে ঘেসেটি বিবী ও আমন বিবীর উচ্ছ,খলত কদাচ এতদূর বৃদ্ধি পাইতে পারিত না । অতএব সিদ্ধান্ত হইতেছে যে, আলিবর্দীর মহিষী কস্তাগণের পবিত্রত রক্ষা করিবার অভিপ্ৰায়ে হোসেন কুলী খাঁর হত্যা ব্যাপারে লিপ্ত হন নাই। নবাব পত্নীর ট্ররূপ উদেপ্ত হইলে তিনি কখনও এ বিষয়ে ঘেসেটি বিবীর সাহায্য প্রার্থনা করিতেন না । সমসাময়িক পাশ্চাত্য লেখকগণ বলেন যে, নিবাইস মহম্মদের ৰলক্ষয় করিবার উদ্দেশ্যেই সিরাজ হোসেন কুলী খার হত্যাকার্য্যে ব্ৰতী হইয়াছিলেন (১) এবং এই সিদ্ধান্তই সমীচীন বলিয়া বোধ হয়। সিরাজের মৃত্যুকালীন আৰ্ত্তনাদ দ্বারাও এই উক্তি সমর্থিত হইয়া থাকে (২)। SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSAAASAAAS (*) Orme's lndoostan, Vol. II. page 45. (২) "হোসেম কুলী খাঁর হত্যাপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ আমাকে মরিতেই হইৰে”English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II. page 242.