পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1ω/• ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির কোন রিপোর্টে উক্ত উক্তি সমর্থিত হইয়াছে, তাহা জানিবার জন্ত অতঃপর কৈলাস বাবুর নিকট দ্বিতীয় পত্র লিখিয়াছিলাম। দুর্ভাগ্যবশতঃ কৈলাস বাবু সে পত্রের উত্তর প্রদান করাই আবশুক মনে করেন নাই। কৈলাস বাবুর প্রথম পত্র দ্বারা তৃপ্তিলাভ করিতে সমর্থ হই নাই। তিনি “নব্যভারত” পত্রিকায় লিখিয়াছিলেন যে, বিবিধ ইতিহাস হইতে প্রমাণ সংগ্ৰহ করিয়াই তিনি রাজবল্লভকর্তৃক অত্যাচারের বৃত্তান্ত লিপিবদ্ধ করিয়াছেন। কোন স্থলেই তিনি ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির রিপোর্টের বিষয় উল্লেখ করেন নাই । তিনি রাজবল্লভ সম্বন্ধে যাহা লিপিবদ্ধ করিয়াছেন, তদ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে যে, তিনি কেবল রাজবল্লভের প্রতি শিষ্টাচার-বিরুদ্ধ বাক্য প্রয়োগ করিবার উদেশু্যেই আসরে অবতীর্ণ হইয়াছিলেন। কৈলাস বাবু ষষ্ঠ সংখ্যক "নব্যভারত” পত্রিকার ৭৫ পৃষ্ঠায় ৮ চন্দ্রকুমার রায়কে লক্ষ্য করিয়া বলিয়াছেন, "কিরূপ স্বার্থের বশবৰ্ত্তী হইয়া আমরা রাজবল্লভের চরিত্রে দোষারোপ করিয়াছি তাহ অবশুই প্রদর্শন করা উচিত ছিল।” রাজবল্লভকে আক্রমণ করিতে গিয়া তিনি স্থানে স্থানে “বৈদ্য মহাশয়ের কি বলেন?” “বৈদ্য-কুল-ধুরন্ধর” এবং “নরাধম কিন্তু বৈদ্যদিগের মতে আদর্শ পুরুষ” প্রভৃতি যে সমস্ত ইঙ্গিত করিয়াছেন, তদ্বারা বৈদ্য জাতির প্রতি তাহার বিদ্বেষভাব বিশিষ্টরূপে প্রকটিত হইয়াছে। রাজবল্লভ সম্বন্ধে তিনি যে সমস্ত প্রলাপোক্তি করিয়াছেন, তাহা ঐ বৈদ্য-বিদ্বেষ হলাহলের অবিশ্বন্ত বিস্তৃম্ভণ মাত্র। ফলতঃ কৈলাস বাবু "কুর, “নিৰ্দয়, “ত্বরাচার,” “ছনীিত" এবং পাপিষ্ঠ' প্রভৃতি যে সমস্ত সুমধুর বচনে রাজবল্লভের প্রেতাত্মার তর্পণ করিয়াছেন, তদ্বারা তাহার মুরুচি ও মুশিক্ষারই পরিচয় প্রদান করা হইয়াছে। রাজবল্লভ বৈদ্যবংশে জন্মগ্রহণ না করিলে তিনি কৈলাসবাবুর তুলিকায় সম্পূর্ণ বিভিন্নবর্ণে চিত্রিত হইতেন। তিনি ষষ্ঠ-সংখ্যক নব্যভারতের