( ১৬১ ) আজিম ওশান হইতে হুগলীনদীর পূৰ্ব্বতীরস্থ ভূমি ক্রয় করিধায় অধিকারলাভ করিয়াও, ইংরেজ কোম্পানি মুচতুর মুরশিদ কুলী খার প্রতিবন্ধকতায় ঐ অধিকার কার্ষ্যে পরিণত করিতে সমর্থ হন নাই। মুরশিদ কুলী খ ইংরেজ কোম্পানির নিকট ভূমি বিক্রয় করিতে জমিদার, বর্গকে গোপনে নিষেধ করিয়া দিয়াছিলেন, সুতরাং কেহই সাহস করিয়া তাছাদের নিকট ভূমি বিক্রয় করিতে অগ্রসর হইল না। সহজে সংকল্প পরিত্যাগ করা ইংরেজের জাতীয় স্বভাবের বিরুদ্ধ । তাহার। বাদসাহের দরবারে যোগাড় করিতে প্রবৃত্ত হইলেন এবং ১৭১৭ খ্ৰীষ্টাধে ঐ দরবার হইতে এক সনন্দ সংগ্ৰহ করিলেন। এই সনন্দদ্বারা ইংরেজ বণিক কলিকাতার নিকটবৰ্ত্তী ৩৭ খানি গ্রাম ক্রয় করিবার অধিকার লাভ করেন । বাঙ্গালার নবাব এ বিষয়ে কোন প্রতিবন্ধকতা না করেন, ঐ সননো তদ্বিষয়েরও স্পষ্ট আদেশ ছিল । ১৭৪২ খ্ৰীষ্টাব্দে মহারাষ্ট্ৰীয়গণ বাঙ্গালাদেশে প্রবেশ করিলে, আলিবর্দী খা ইংরেজদিগকে কলিকাতানগরী সুরক্ষিত করিবার আদেশ প্রদান করেন। তদনুসারে তাহারা সুতানটির উত্তর প্রান্ত হইতে গোবিন্দপুরের দক্ষিণপ্রান্ত পর্য্যস্ত এক খাত খনন করেন। উত্তরকালে ইহাই “মহারাষ্ট্রীয় খাত” নামে অভিহিত হইয়াছিল। এই সময় ওয়াট্ সাহেব কাশিমবাজারের এবং ড্রেক্সাহেব কলিকাতার কুঠার অধ্যক্ষপদে নিযুক্তছিলেন (১)। - (s) orme's Indoostan, Vol. II, pages 8 to *5
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।