সপ্তম পরিচ্ছেদ রাজবল্লভের আত্মরক্ষার উদ্যোগ পূৰ্ব্বে বলা হইয়াছে যে, নিবাইস লোকান্তরিত হইলে ঘেসেটি বিবী মবারক উদ্দৌলার অভিভাবিকাস্বরূপ ঢাকাবিভাগের শাসনকার্য্যে নিযুক্ত হন। রাজবল্লভের দক্ষতা বিষয়ে নিবাইস ও তৎপত্নীর অবিচলিত শ্রদ্ধা ছিল । ঘেসেটি বিবী স্বামীর পদাঙ্ক অনুসরণ করিয়া ঐ হিন্দুকৰ্ম্মচারীর পরামর্শমতে শাসন-সংক্রান্ত যাবতীয় কাৰ্য্য নিৰ্ব্বাছ করিতে লাগিলেন । * সিরাজ পূৰ্ব্বে ভাবিয়াছিলেন যে, হোসেন কুলী খাঁ ও তদীয় ভ্রাতৃপুত্রকে হত্য করিলেই তিনি নিষ্কণ্টক হইবেন । রাজবল্লভের ক্ষমতাবিষয়ে সিরাজের তাদৃশ আস্থা ছিল না। সুতরাং তিনি ঐ সময় রাজবল্লভর উচ্ছেদসাধনে যত্নবান হন নাই। সিরাজ এক্ষণে দেখিতে পাইলেন যে, ঘেসেটি বিধীর পক্ষ পূৰ্ব্ববৎ প্রবল রহিয়াছে, সুতরাং ঐ হিন্দুকৰ্ম্মচারীর প্রতি সিরাজের বিষদৃষ্টি নিপতিত হইল । রাজবল্লভ অতি সুচতুর রাজনৈতিক ছিলেন । সিরাজ যে অতঃপর র্তাহার সৰ্ব্বনাশসাধনে প্রবৃত্ত হইবেন তাহা তিনি পূৰ্ব্বেই অনুমান করিয়াছিলেন। অতএব তিনি একদিকে সৈন্ত সংগ্ৰহ করিয়া প্ৰভু পত্নীর শক্তি সঞ্চয় করিতে লাগিলেন এবং পক্ষাস্তরে সিরাজের আক্রমণ ছইতে স্বীয় ধনসম্পত্তি রক্ষার উপায় উদ্ভাবন করিলেন। এই সময় আলিবর্দী অস্তিমশয্যায় শাস্থিত, ঘেসেটি বিবীর পক্ষ প্রবল পরাক্রান্ত, এবং রাজবল্লভ ঐ মহিলার পৃষ্ঠপোষক ও পরামর্শদাতা । মুরশিদাবাদনগরের ষাবতীয় লোকেরই দৃঢ় প্রত্যয় জন্মিয়াছিল ধে,
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।