পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 2 υιν ) করিবার অভিপ্রায়ে তিনি বিশ্বাসঘাতকতা অবলম্বন করিতে কুষ্ঠিত হন নাই (১) তথাপি এ কথা নিঃসন্দেহে বলা যাইতে পারে যে, আলিবর্দীর স্তায় উপযুক্ত শাসনকৰ্ত্তা তৎকালে ভারতবর্ষে বিদ্যমান ছিল না। স্বীয় ধৰ্ম্মপত্নী ব্যতীত দ্বিতীয় রমণীর অঙ্গস্পর্শে র্তাহার আত্ম কখনও কলু ধিত হয় নাই। সন্তান সস্তুতিবর্গের প্রতি তিনি সাতিশয় মেহবান ছিলেন। জ্যেষ্ঠ ভ্রাত। হাজি আহম্মদ ও তদীয় ধৰ্ম্মপত্নীকে তিনি যথেষ্ট সম্মান করিতেন। নিবাইস মহম্মদের শোকে তিনি নিরতিশয় অভিভূত হইয়৷ পড়িয়াছিলেন এবং সেই শোকবহ্নি কিয়ৎ পরিমাণে নিৰ্ব্বাপিত করিবার অভিপ্রায়ে, দ্বিতীয় ভ্রাতুপুত্র সৈয়দ আহম্মদকে পূর্ণিয় হইতে মুরশিদাবাদে আগমন করিবার নিমিত্ত সংবাদ প্রেরণ করিয়াছিলেন । ভগবান অচিরে এই ভ্রাতুষ্পুত্রকেও ইহুধাম হইতে অস্তহিত করিলেন। স্থবির ও রোগক্লিষ্ট নবাবের স্নেহপ্রবণ হৃদয় এই আঘাতে শতধ। বিদীর্ণ হইল এবং তিনিও অনতিবিলম্বে ভ্রাতুপুত্রদ্বয়ের অনুবৰ্ত্তী হইলেন । রাজকায্য সম্বন্ধে তাহার অসাধারণ কৃতিত্ব ছিল। প্রত্যহ প্রত্যুষে গাত্ৰোখান পূৰ্ব্বক আলিবর্দী স্নান করিতেন এবং নিয়মিত উপাসনা করিয়া অনুচরবর্গ সহ কাফি পান করিতেন। অতঃপর তিনি দরবারগৃহে আগমন পূৰ্ব্বক প্রত্যেক বিভাগের কৰ্ম্মচারিগণের ও অপরাপর লোকের আবেদন ও অভিযোগ শ্রবণ করিয়া কৰ্ত্তব্য নিদ্ধারণ করিতেন। প্রায় দুই ঘণ্ট এইরূপে অতিবাহিত করিয়া তিনি নিবাইস মহম্মদ, সৈয়দ আহম্মদ ও সিরাজ প্রভৃতি আত্মীয়বর্গের সহিত বিশ্রামাগারে প্রবেশ করিতেন। এই স্থলে কেহ কবিতা আবৃত্তি করিয়া, কেহ বা ইতিহাস পাঠ করিয়া এবং কেহ বা থোস গল্প করিয়া তাহার চিত্ত বিনোদন করিত। মধ্যাহ্নকাল সমাগত হইলে তিনি স্বজন ও আগন্তুকগণ সহ আহারে উপবেশন করিতেন এবং (১) সন্ধি করিৰার ছলে মহারাষ্ট্রীয় সেনানী ভাস্কর পণ্ডিতকে আহবান করিয়৷ इङा। कब्रिग्नांछ्प्लिन । - -