পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৬৯ ) আহারের পর কিয়ৎকাল বিশ্রাম করিয়া অপরাহ ১ ঘটিকা হইতে ৪ ঘটিকা পৰ্য্যন্ত সাধন ভজনে কৰ্ত্তন করিতেন। এই সময় কিঞ্চিৎ বরফ মিশ্রিত জল পান করিয়া তিনি শাস্ত্রজ্ঞদিগের সস্থিত শাস্ত্রালাপনে নিযুক্ত থাকিতেন। এইরূপে কিয়ুৎকাল অতিবাহিত হইলে, জগৎ শেঠ প্রভৃতি রাজকৰ্ম্মচারিগণ আগমন করিয়া মোগল রাজধানী ও অন্তান্ত স্থানের সংবাদ প্রদান করিতেন। এই অবসরেই তিনি শাসন-সংক্রান্ত আবগুক আদেশ প্রদান করিতেন। অপরাহ্ল ৬ ঘটিকার সময় প্রাসাদসমূহ আলোক মালায় মুশোভিত হইত এবং তৎকালে বিদূষকগণ নানারূপ কৌতুকাবহ আলাপনে প্রবৃত্ত হইত। বিদূষকগণ বিদায় হইলে তিনি পুনরায় উপাসনায় নিযুক্ত হইতেন এবং উপাসনা শেষ করিয়া মহিষীর কক্ষে প্রবেশ করিতেন। রাত্রি ৯ ঘটিকা পৰ্য্যন্ত তিনি ঐ স্থলে অবস্থান করিয়া পুনরায় রাজকাৰ্য্যে নিযুক্ত হইতেন। দ্বিতীয় প্রহর অতীত না হইলে কখনও তাহার শয়নকক্ষে প্রবেশ করা হইত না। শয়ন করিবার অব্যবহিত পূৰ্ব্বে তিনি কোন দিন কিঞ্চিৎ ফলমূল আহার করিতেন এবং কোনদিন সম্পূর্ণরূপে অনশনে থাকিতেন। মুনিৰ্ম্মল বারি ব্যতীত আলিবর্দী কখনও অন্ত কোন পানীয় স্পশ করেন নাই (১)। (s) English Translation of Sair Motakharin by Haji Mostapha Vol. II. pages 15o to 162.