( צרכ ) প্রত্যাবৃত্ত হইল। কেবল সেনানী নজরআলী অল্পসংখ্যক অনুচর সছ ঐ স্থানে অবস্থান করিতে লাগিলেন । ইতিমধ্যে সিরাজ হঠাৎ সসৈন্তে মতিঝিলের উদ্যানবাটিকা আক্রমণ করিয়া নজরআলি ও র্তাহার অঙ্গুচরবর্গকে পরাভূত করিলেন। কেবল ইহাতেই যে সিরাজের ক্রোধের শাস্তি হইল এমন নহে, তিনি অবিলম্বে মাতৃস্বসার সর্বস্ব লুণ্ঠন কারলেন এবং মাতৃশ্বসাকে বন্দী করিয়া বিজয়গৰ্ব্বে মুরশিদাবাদে প্রত্যাবৃত্ত হইলেন (১)। রিয়াজু সেলাতিন নামক ইতিবৃত্তে লিখিত আছে যে, সিরাজ মতিঝিলের যাবতীয় অট্টালিক ভূমিসাৎ করিয়াছিলেন। অতঃপর তিনি ঘেসেটি বিবীকে কারাগারে নিক্ষেপ করিয়া তাছার সমস্ত ধনরত্ব আত্মসাৎ করিলেন (২) । এক্ষণে কৃষ্ণদাসের প্রতি সিরাজের দৃষ্টি নিপতিত হইল। কৃষ্ণদাস এই সময় কলিকাতায় অবস্থান করিতেছিলেন । সিরাজ কলিকাতার অধ্যক্ষ ড়ে কৃ সাহেবের নিকট দূতমুখে এই সংবাদ প্রেরণ করিলেন যে, ধনসম্পত্তিসহ কৃষ্ণদাসকে অবিলম্বে মুরশিদাবাদের দরবারে উপস্থিত করিতে হইবে। নবাবের প্রেরিত দূত কলিকাতায় উপস্থিত হইলে, তত্রত্য ইংরেজগণ তাহার কথায় কর্ণপাত না করিয়া তাহাকে নগর হইতে (*) Orme's Indoostan, Vol. II. pages 55, and English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II. page 186. (২) যুক্ত বাবু অক্ষয় কুমার মৈত্রের প্রণীত সিরাজউদৌল" নামক গ্রন্থে লিখিত আছে “মাতৃত্বস ৰিপথগামিনী না হন এই উদেখে সিরাজ ধনরত্ব সহ তাছাকে মতিঝিলের প্রাসাদ হইতে আনয়ন করিয়া স্বকীয় আলয়ে স্থানদান করিয়া ছিলেন ।” অশ্মি-কৃত ইতিহাস ও সায়র মোতাক্ষরণ পাঠ করিলে এই উক্তির অসভ্যতা প্রতিপন্ন হইৰে । সদিচ্ছাদ্ধার প্রণোদিত হইলে সিরাজ ঘেসেটি বিীকে কেন কারাগারে নিক্ষেপ করিলেন এবং কেনইবা উস্থিায় সৰ্ব্বস্ব আত্মসাৎ করিলেন ? সিরাজের স্বৰিত্বত প্রাসাদে কি ঘেসেটি ৰিৰীয় স্থান সংবুলন হয় নাই এবং উজ স্তই কি সিরাজ মাতৃত্বসাকে কারাগারে নিবদ্ধ করি। অশেষঘন্ত্রণ। প্রদান করিয়াছিলেন ।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।