( : ১৭৩ ) র্দান্ত ইংরেজসেন প্রভূর অন্তঃপুরে প্রবেশ করিয়া মহিলাগণের সন্ত্রম ষ্ট করিবে, ইহা প্তাহার নিকট অসহ বোধ হইল। তিনি মহিলাগণের, চ্ছ জীবন অপেক্ষা তাহদের সম্মানের মূল্য অধিক বিবেচনা করিলেন বং নিস্কোষিত তরবারি হস্তে অন্তঃপুরে প্রবেশ করিয়া একে একে ধিকাংশ মহিলার জীবম সংহার করিলেন। অনন্তর তিনি স্ত্রীহত্যা {াপের প্রায়শ্চিত্ত স্বরূপ স্বীয় জীবন উৎসর্গ করিবার উদ্দেশ্যে ঐ তরবারি iারা স্বশরীরে পুনঃ পুনঃ আঘাত করিয়া মৃতকল্প হইলেন। এক্ষণে ংরেজ সেনা নির্বিঘ্নে আমিমূৰ্চাদের অন্তঃপুরে প্রবেশ করিল এবং জিারিমল্ল ও কৃষ্ণদাসকে ধুত কঙ্কিয়া দুর্গাভিমুখে প্রস্থান করিল (১) । কতিপয় দিবস মধ্যেই নবাব সসৈন্তে কলিকাতার প্রান্তভাগে মুপস্থিত হইলেন। কোন পথ অবলম্বন করিয়া নগর মধ্যে প্রবেশ চরিতে হইবে, তাহ নবাবসৈন্য মধ্যে কেন্থই অবগত ছিল না ; সুতরাং তাহারা ইতস্ততঃ পথের অনুসন্ধান করিয়া কালক্ষয় করিতে লাগিল । ত্যৈবসরে নবাব সৈন্তের আগমনবাৰ্ত্ত শ্রবণ করিয়া পূৰ্ব্বোক্ত জগন্নাথ ক্ষমাদারের বৈরনিৰ্য্যাতন স্পৃহা বলবতী হইল। তিনি রজনীর অন্ধকারের সাহায্যে কোন ক্রমে নবাব শিবিরে উপস্থিত হইয়া, নবাব সন্তগণকে কলিকাতায় প্রবেশ করিবার পথ প্রদর্শন করিলেন (২) । নবাবসেনা প্রদশিত পথে অবিলম্বে কলিকাতায় প্রবেশ করিয়া ইংরেজংগ আক্রমণ করিল। এই সময় কলিকাতার দুর্গে যে সমস্ত ইংরেজ অবস্থান করিতেছিল, তাহাদের অধিকাংশ প্রাণভয়ে নদীতীরস্থ নৌকার সাহায্যে কলিকাতা হইতে প্রস্থান করিল। যাহারা পলায়ন করিবার মযোগ পাইল না, তাহারা কিয়ৎকাল নবাব সৈন্তের সহিত যুদ্ধ করিয়৷ , আত্মসমপণ করিল। সিরাজউদৌল্লা এইরূপে কলিকাতা অধিকার (x) . Orme's Indoostan Vol II. Pages 50 and 69. (*) Orme's Indoostan Vol II Page 62.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।