( לשנ ) প্রাপ্তির পর সিরাজ সিংহাসনে আরোহণ করিলে সমস্ত প্রদেশ টুপিওয়ালাগণের অধিকারভুক্ত হইৰে’ (১)। আলিবর্দীর মৃত্যুর অব্যবহিত পূৰ্ব্বে কোন কোন ব্যক্তি র্তাহার নিকট প্রার্থনা করেন যে, তিনি যেন সিরাজকে তাহাদের প্রতি অমুকম্পা প্রদর্শন করিবার নিমিত্ত অনুরোধ করেদ। আলিবর্দী তাহাতে উত্তর করিয়াছিলেন, “আমার পরলোক প্রাপ্তির পর তিন দিবস পর্য্যন্তও সিরাজ তদীয় মাতামহীর সহিত সদ্ভাব রক্ষা করিতে সক্ষম হইলে তোমাদের নিরাপদে অবস্থান করিবার ভরসা আছে’ (২) । বিধাতার নিব্বন্ধ খগুন করা কাহারও সাধ্যায়ত্ত নছে। আলিবর্দী জানিয়া শুনিয়াও একমাত্র অপরিসীম স্নেহ বশতঃ সিরাজকে স্বীয় উত্তরাধিকারী মনোনীত করিয়া ছিলেন । কৃতজ্ঞতা, প্রেম, বন্ধুত্ব প্রভৃতি কোমলবৃত্তি সমূহ সিরাজের অন্তঃকরণ হইতে চিরকালের নিমিত্ত একপ্রকার বিদায় গ্রহণ করিয়াছিল। প্রকৃতিপুঞ্জ সিরাজকে দর্শন করিলে বিষধর ভূজঙ্গ জ্ঞানে তাহার সম্মুখদেশ হইতে পলায়ন করিত (৩) । সৈয়দ আহাম্মদ আলি নামক জনৈক সাধুকে আলিবর্দী সাতিশয় ভক্তি করিতেন। তিনি অনুগ্রহ করিয়া স্বীয় প্রাসাদের অভ্যন্তরস্থ এক সুশোভিত কক্ষ ঐ মহাত্মার অবস্থানের নিমিত্ত নির্দিষ্ট করিয়া দিয়াছিলেন । আলিবর্দী মুমু অবস্থায় পতিত হইলে সিরাজ বিনা কারণে ঐ ধৰ্ম্মাত্মাকে অবমাননা করিয়া গৃহ হইতে বিতাড়িত করেন (৪)। রাজসাহী প্রদেশস্থ প্রাতঃস্মরণীয়া রাণী ভবানীর তারাসুন্দরী নামী এক বিধবা (») English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II. Page 163. (२) Do. page 156. ,122 Do. page (ت) (8) Do. page 183.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।