পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సెt ) কারাগার হইতে মুক্ত করিবার সংকল্প করেন। মীরজাফর মনে করিলেন, অতঃপর রায়দুলভ আমাকে সিংহাসন-চু্যত করিয়া মির্জামেহাদিকে সিংহাসন প্রদান করিবার উদ্যোগ করিবে । সুতরাং আজিমাবাদ যাত্রার প্রাক্কালে তিনি মির্জা মেহাদিকে হত্যা করিবার নিমিত্ত পুত্র মীরণের প্রতি ভার অর্পণ করিয়াছিলেন। মীরণ যে মির্জ মেহদিকে হত্যা করিয়াই নিরস্ত হইলেন এমন নহে, তিনি আলিবর্দীর পরিবারস্থ যাবতীয় মহিলাগণকে সামান্য বন্দিনীর ন্তায় ঢাকায় নিৰ্ব্বাসিত করিলেন (১)। ১৭৫৮ খৃষ্টাব্দের মে মাসে নবাব আজিমাবাদ হইতে মুরশিদাবাদে প্রত্যাবৃত্ত হইলে, রাজকীয় সৈন্তগণ প্রাপ্য বেতনের নিমিত্ত কোলাহল করিতে আরম্ভ করিল। রায়দুলভ অর্থাভাব জানাইয় তাহদের বেতন পরিশোধ করিলেন না । জগৎশেঠ মনে করিলেন, সৈন্তগণকে সন্তুষ্ট করিবার জন্য নবাব অতঃপর অর্থের জন্ত তাহার উপর অনুজ্ঞ। প্রচার করিবেন। সুতরাং রায়দুল্ল ভই এই অনর্থের মূল মনে করিয়া জগৎশেঠ তৎপ্রতি বিরক্ত হইলেন। ইতিপূৰ্ব্বে নবাব রায়দুল্লাভের প্রতি খড়গহস্ত হইয়াছিলেন এবং উপযুক্ত অবসর উপস্থিত না হওয়ায় মনের ভাব গোপন করিয়া ছিলেন। জগৎশেঠ রায়দুল্ল ভের পক্ষ পরিত্যাগ করিলে, মীরজাফরের সাহস বৃদ্ধিপ্রাপ্ত হইল এবং তিনি ১৭৫৮ খ্ৰীষ্টাব্দের জুলাই মাসে রায়দুল্লাভের প্রাসাদ অবরোধ করিলেন। এই সময় রায়দুল্লভ স্বীয় পরিণাম চিন্তা করিয়া আকুল হৃদয়ে কালাতিপাত করিতেছিলেন। সৌভাগ্যক্রমে কলিকাতা কোন্সিলের অন্যতম সদস্য ক্রাফটন সাহেব তথায় সসৈন্তে আগমন পূৰ্ব্বক তাহার উদ্ধার সাধন করিলেন। রায়দুল্লভ কাৰ্য্য হইতে অপস্থত হইয়া কলিকাতায় (») | English Translation of Sair Motakharin, pages 25ı & 252.