( ১৯৬ ) বাস করিতে লাগিলেন । সিরাজের শাসন সময়ে ঢাকাবিভাগের শাসন-কর্তৃত্ব রায়-জুল্লাভের হস্তে দ্যস্ত হইয়াছিল। এক্ষণে রাজবল্লভ পুনরায় ঐ ভার প্রাপ্ত হইলেন (১)। পূৰ্ব্বেই বলা হইয়াছে যে, মীরজাফর ইংরেজদিগকে ক্ষতিপূরণ স্বরূপ যে অর্থপ্রদান করিতে প্রতিশ্রত ছিলেন, তাহা তিনি পরিশোধ করিতে সমর্থ হন নাই। রাজমহলে ক্লাইবের সহিত মীরজাফরের সাক্ষাৎ হইলে, ক্লাইব নবাবকে ঐ অর্থের নিমিত্ত পীড়াপীড়ি করিতে থাকেন। তৎকালে রাজকোষে উপযুক্ত পরিমাণ অর্থের সংস্থান ছিল না । সুতরাং নবাব ঐ সময়ের দেয় ২৩ লক্ষ টাকা মধ্যে সাড়ে বার লক্ষ টাকা মুরশিদাবাদের রাজকোষ হইতে প্রদান করিবার আদেশ দিয়া, অবশিষ্ট টাকার নিমিত্ত বদ্ধমান ও কৃষ্ণনগরের রাজা এবং হুগলীর ফৌজদারের নিকট বরাত চিঠি প্রেরণ করেন। ১৭৫৭ খ্ৰীষ্টাব্দের ডিসেম্বর মাসে মীরজাফরের সহিত ক্লাইবের এইরূপ বন্দোবস্ত হইয়াছিল (২) । ঐ বরাত চিঠি অনুসারে টাকা আদায় করিবার নিমিত্ত্ব ক্রাফটন সাহেব বিংশতি সংখ্যক পদাতিক কৃষ্ণনগরে প্রেরণ করেন । ঐ সময় কৃষ্ণচন্দ্রের নিকট একলক্ষ পচাশি হাজার টাকা রাজস্ব বাবদ পাওনা ছিল। কৃষ্ণচন্দ্র বকয়। পরিশোধ করিতে অসমর্থ হইলে, ইংরেজগণ র্তাহাকে জাতিচু্যত ও তাহার পুত্রকে কারাগারে নিক্ষেপ করিবার ভয় প্রদর্শন করেন। কিন্তু ইহাতেও কোন ফলোদয় (») Ormes indoostan, Vol. II. page 357. শ্ৰীযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহের লিখিত 'বৃত্তান্ত পূর্বে উদ্ধৃত করা হইয়াছে। এন্থলে বাহুল্য বোধে তাহার পুনঃ সমালোচনা করা হইল না। (a) Qrme's Indoostam, Vol. II. Page 276.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।