( ১৯৭ ) হয় না (১)। অবশেষে ১৭৫৮ খ্ৰীষ্টাব্দের আগষ্ট মাসে, সুপ্রসিদ্ধ নন্দকুমার বরাত চিঠীর লিখিত টাকা আদায় করিবার মিমিত্ত ইংরেজপক্ষে তহশীলদার নিযুক্ত হইলেন (২) । তিনি সৰ্ব্বাগ্রে নদীয়ার রাজার প্রতি আদেশ প্রচার করিলেন যে, অবিলম্বে দেয় টাকা পরিশোধ মা করিলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সামান্ত বন্দীর দ্যায় কলিকাতাস্থ ইংরেজ কারাগারে বাস করিতে হইবে । এই সময় কৃষ্ণচন্দ্রের এমন সংস্থান ছিল না যে, তদার দেয় পরিশোধ করিতে পারেন, সুতরাং তিনি চতুর্দিক অন্ধকার দেখিতে লাগিলেন। অবশেষে ১৭৫৯ খ্ৰীষ্টাব্দের আগষ্ট মাসে তিনি ইংরেজদিগের অনুকূলে এক কিস্তিবন্দী সম্পাদন করিয়া উপস্থিত বিপদ হইতে মুক্তিলাভ করিলেন (৩) । কথিত আছে যে, একদা নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রাজস্বের দায়ে বিপন্ন হইয়া, রাখি পূর্ণিমা উপলক্ষে রাজবল্লভের সমীপে আগমন করেন এবং রাখি পূর্ণিমার দিবস রাজবল্লভের হস্তে রাখি বন্ধন করেন। রাজবল্লভ এই সময় দক্ষিণস্বরূপ একলক্ষ মুদ্রা প্রদান করিতে উদ্যত হইলে কৃষ্ণচন্দ্র বলেন, “আমি সামান্ত অর্থের নিমিত্ত এই সুদূর পথ অতিক্রম করি নাই, বিশেষরূপে বিপন্ন হইয়াই আপনার স্তায় মহাজনের আশ্রয় গ্রহণ করিয়াছি ; এক্ষণে আমাকে বিপদ হইতে উদ্ধার করিয়া ধৰ্ম্মরক্ষা করুন।’ বলা বাহুল্য যে রাজবল্লভ কৃষ্ণচন্দ্রকে উক্ত বিপদ হইতে মুক্ত করিয়াছিলেন । (3) Consultation, dated the 18th July 1758–Long's Unpublished Records of Government, page 147. (2) Letters to the Court of Directors, dated the 31st December 1758– Long's Unpublished Records of Government, page 154. (*) Proceedings, dated the 20th August 1754–Long's Unpublished Records of Government, page 184,
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।