( २०२ ) পরগণার জমিদার আবাদের সুবিধার নিমিত্ত, ঐ পরগণার অন্তর্গত গরআবাদী ভূমি খণ্ডে খণ্ডে বিভাগ করিয়া, বিভিন্ন ব্যক্তির নিকট কায়েম নিরিখে জঙ্গলবুড়ি তালুকদারী বন্দোবস্ত প্রদান করিতে থাকেন। যাহারা এইরূপ বন্দোবস্ত গ্রহণ করিয়াছিল, তাহার আবাদি ভূমির বিঘা প্রতি নির্দিষ্টহারে কর প্রদান করিত। সুতরাং প্রত্যেক তালুকদারের বার্ষিক দেয় কর আবাদি ভূমির পরিমাণ অমুসারে, হ্রাস বৃদ্ধি প্রাপ্ত হইত। তালুকদারগণ ক্রমশঃ অধিক পরিমাণ ভূমি হাসিল করিয়া তাহাতে শুপারি বাগান ও ধান্তক্ষেত্র প্রস্তুত করিল। সমীপবৰ্ত্তী নদী হইতে নূতন চর ঐ পরগণার সহিত সংলগ্নভাবে ক্রমে পয়স্থ হইয়া উহার আয়তন বৃদ্ধি করিল, এবং পরগণার বিভিন্ন অংশে নিমকের তাফাল সংস্থাপিত হইল ও ঐ স্থত্রে নুতন আয়ের পথ আবিষ্কৃত হইল। এইরূপে ৩৩ বৎসর মধ্যে বোজরগ উমেদপুরের অবস্থা এত উন্নত হইয়া উঠিল যে, ১৭৬০ খ্ৰীষ্টাব্দে এই পরগণার বাধিক আয় দুই লক্ষ টাকায় পরিণত্ত হইল (১)। আগাবাথরের বিদ্রোহের পর, ১৭৫৪ খ্ৰীষ্টাব্দে এই পরগণ রাজবল্লভের হস্তগত হইলে, সমস্ত প্রজাগণ আগাবাথরের আত্মীয়বর্গের প্ররোচনায় বিদ্রোহী হইয়ু নিয়মিত কর প্রদান করিতে বিরত হইল। অবশেষে রাজবল্লভ বলের পরিবর্তে কৌশল অবলম্বন করিয়া প্রজাগণকে স্ববশে আনয়ন করিলেন (২) । - এই সময় হিন্দু ও মুসলমান ধৰ্ম্মাবলম্বী লোকের সংস্কার ছিল যে, মগ জাতীয় কিংবা খ্ৰীষ্টীয় ধৰ্ম্মাবলম্বী কোন ব্যক্তি গৃহে পদার্পণ করিলে জাতিপাত হয়। রাজবল্লভ মনে করিলেন, ঐ জাতীয় কোন লোকের (3) History of Backergunge, by Beveridge, page 94 and 96. (*) Do, Page 438.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।