পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) সবিশেষ লাভবান হইত। পূৰ্ব্বতটে স্বর্ণবণিগঞ্জাতীয় যে সমস্ত লোক অবস্থিত ছিল, তাহাদিগের উত্তর পুরুষগণ এক্ষণে পূৰ্ব্ববঙ্গে ধনি-শ্রেণীতে পরিগণিত হইয়াছে। ." রাজনগরের খালের উত্তর তট দিয়া পূৰ্ব্ব হইতে পশ্চিমাভিমুখে এক বক্স বিদ্যমান ছিল। জনপদের পূর্ব প্রান্ত হইতে ঐ বক্স অবলম্বনে প্রায় এক মাইল পশ্চিমদিকে অগ্রসর হইলে, উত্তর দক্ষিণে বিস্তৃত ও ৬৫ হস্ত প্রস্থে দ্বিতীয় একটি বক্সের দক্ষিণ প্রান্তে সমুপস্থিত হওয়া যাইত। এই শেষোক্ত রান্ত দিয়া উত্তর দিকে প্রায় অৰ্দ্ধ মাইল অতিক্রম করিলে, পূৰ্ব্ব ভাগে “পুরাতন দীধি” নামক সরোবর নয়ন-সমক্ষে উপস্থিত হইত। রাজসাগর অপেক্ষ এই জলাশয়ের আয়তন কিঞ্চিৎ নুনি ছিল। পুরাতন দীঘির পশ্চিম তটে কাল-বৈশাখীর মেলা সন্নিবেশিত হইত। প্রতি বর্ষের শেষ দিবস হইতে পরবর্তী দুই মাস পর্য্যন্ত ঐ মেলা অবস্থিত খাকিত । ঢাকা জিলার সুপ্রসিদ্ধ কাৰ্ত্তিক বারুণীর মেলার দ্যায় এই মেলার খ্যাতি ছিল। মেলার সময় সে স্থানে দেশ দেশান্তর হইতে বহুমৃংখ্যক ব্যবসায়ী ও ক্রেতার সমাগম হইত, এবং জনসাধারণ সেই সময় অনেক আৰপ্তক ও প্রাপ্য দ্রব্য ক্রয় করিয়া গৃহজাত করিয়া রাখিত। অমেকে বলেন, এই স্থলে চড়ক পূজায় যেরূপ সমারোহ হইত, পূৰ্ব্ববঙ্গের অন্ত কোন স্থলে তদ্রুপ আড়ম্বর দেখা যায় নাই। যাহারা সেই দৃপ্ত স্বচক্ষে অবলোকন করিয়াছেন, তাহাদিগের নিকট অবগত হওয়া গিয়াছে যে, সেই সময় একত্রে শতাধিক পটহ নিনাদিত হইয়া । প্ৰলয়কালীন বাত্যার স্তায় গুরু-গম্ভীর নির্দোষ উৎপাদন করিত, এক ৰিশাল চড়ক বৃক্ষে ষোড়শসংখ্যক গুরুষ একযোগে ঘূর্ণিত हहेऊ, बरुः বাদকগণ সেই বৃক্ষের শীর্ষদেশে সংস্থাপিত নম্বরং-খানায় উপবেশন পূৰ্ব্বক নানাবিধ তাল-লয়-মানসহকারে বাস্কোম করিয়া ঘুর্ণায়মাৱ ব্যক্তিগণের श्रढक्कन उ९गांश् #कब्र कब्रिह निऊ,