পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ماه به ) হস্তে কর সংগ্রহের ভার অর্পণ করিলে প্রজাবৰ্গ জাতিনাশের ভয়ে সহজে কর প্রদান করিবে। তৎকালে হুগলীর নিকটবৰ্ত্তী বেন্দেল নামক স্থানে পটুগিজদিগের এক উপনিবেশ সংস্থাপিত ছিল। রাজবল্লভ ঐ স্থলে দূত প্রেরণ করিয়া, তথা হইতে চারিজন পটুগিজ আনয়ন করিলেন এবং তাহাদিগকে বৰ্ত্তমান বরিশাল জিলার সমীপবৰ্ত্তী শিবপুর নামক স্থানে সংস্থাপিত করিয়া, তাহাদের হস্তে কর সংগ্রহের ভার অর্পণ করিলেন । এই সময় এই স্থলে কোন খ্ৰীষ্টীয় ভজনালয় বিদ্যমান ছিল না ; সুতরাং ঐ সমস্ত পটুগিজ তহশীলদারগণ অত্যন্ত অসুবিধা বোধ করিয়া রাজবল্লভের নিকট জনৈক ধৰ্ম্মযাজক প্রার্থনা করিল। তদনুসারে তিনি বেন্দেল হইতে ফু র্যাফেল ডি এগনস্ নামক জনৈক ধৰ্ম্মযাজক আনাইয়া শিবপুরে সংস্থাপন করিলেন, এবং ঐ ধৰ্ম্মৰাজকের ভরণপোষণ ও ভজনালয়ের ব্যয় নিৰ্ব্বাহের নিমিত্ত বোজরগ উমেদপুর পরগণা হইতে কিয়ৎপরিমাণ ভূমি তালুকদারী-স্থত্রে বন্দোবস্ত প্রদান করিলেন। বৰ্ত্তমান সময় উহা মিশনতালুক নামে খ্যাতিলাভ করিয়াছে এবং ঐ তালুকের আয় হইতে শিবপুরস্থ খ্ৰীষ্টীয় ভজনালয়ের ব্যয় নিৰ্ব্বাহিত হইতেছে (১) । পটুগিজ তহশীলদারগণ কার্য্যে নিযুক্ত হইলেই, বোজরগ উমেদপুর পরগণার প্রজাগণ নিয়মিতরূপে কর প্রদান করিতে আরম্ভ করে। অনন্তর ১৭৫৯ খ্ৰীষ্টাব্দে রাজবল্লভ আমিন নিযুক্ত করিয়া, পরগণার অন্তর্গত প্রত্যেক তালুকের হাসিলা ভূমির পরিমাণ নির্ণয় করিয়া যে জমাবন্দী প্রস্তুত করেন, তাহাতে ঐ পরগণার বাধিক স্থিত দুই লক্ষ টাকা ধার্য হইয়াছিল (২)। (2) History of Backergunge, by Beveridge, page 96. (*) Do. page 96. . . " - - - শ্ৰীযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ ১২৮৯ সনের বান্ধব পত্রিকার ৭৬ পৃষ্ঠায় লিখিয়ছেন, 'মুরাদঙ্গালি ও রাজবল্লভ ক্রর নির্দয় ও স্বার্থপর ছিলেন। রাজকর্ঘ্যে প্রবৃত্ত হইয়াই