( २०७ ) ঘোষণা করিলেন। অল্পকাল মধ্যে দেহবা নামক নদীর তীরে সম্রাটু সৈন্তের সহিত রামনারায়ণের সৈন্তের সংঘর্ষ উপস্থিত হইল। দিলার খ রণক্ষেত্রে আত্মবিসর্জন করিয়া প্রভুভক্তি প্রদর্শন করিল। রামনারায়ণের বহুসংখ্যক সৈন্ত এবং কাপ্তান ক্রাফটন ঐ যুদ্ধে নিহত হইলেন এবং স্বয়ং রামনারায়ণ গুরুতর আঘাত প্রাপ্ত হইয়া রণক্ষেত্র হইতে বিনা করে ভোগ করিতেন তাহা প্রকাশ হইয় পড়ে এবং তিনি ঐ সময় নূতন জমাবলী প্রস্তুত করিয়া ঐ পরগণার স্থিত বার্ষিক দুই লক্ষ ধাৰ্য্য করেন। কৈলাস বাবু ৬.০% টাকা রাজস্বের স্থলে, ১০ বৎসরে ২০১২৭৪৮ টাকা রাজস্ব হওয়ার কথা বলিয়া রাজবল্লভের সততাকে পরোক্ষভাবে আক্ৰমণ করিয়াছেন। কৈলাস বাবুর এই উক্তিও সম্পূর্ণ ভিত্তিশূন্ত। যাহারা বিভারেজ সাহেব কুত বাখরগঞ্জের ইতিহাস পাঠ করিয়া ছেন তাহার। অবগত আছেন যে, সমগ্র রাজনগর পরগণার ( বেজেরগ উমেদপুর ঐ পরগণার একাংশ মাত্র ) রাজস্ব ১৭৮৭ খ্ৰীষ্টাব্দ হইতে ১৭৯২ খ্ৰীষ্টাব্দ পয্যন্ত বার্ষিক ৯৭১৯৪১ টাকা ধাৰ্য্য ছিল, এবং কোম্পানির কৰ্ম্মচারিগণ স্বয়ং শাসন করিয়াও প্রজাগণ হইতে এই পরিমাণু টাকা সংগ্ৰহ করিতে পারেন নাই। টমসন সাহেব ১৭৯২ খ্ৰীষ্টাব্দে সমগ্র রাজনগর পরগণার ( বেজিরগ উমেদপুর সহ ) রাজস্ব ১৮৭১-৭ / আন। ধর্য্য করেন। রাজবল্লভের উত্তরপুরুষগণ এই গুরুতর রাজস্ব বহন করিতে অসমর্থ হইলে, এই জমিদারী বাকি রাজস্বের দায়ে নীলাম হইয়া যায়। পরবত্তী অধ্যায়ে আবঙ্গ কমতে এই বিষয়ের বিস্তারিত বিবরণ দেওয়া হইবে। যপস নিবাসী লাল রামপ্রসাদ রায় কখনও এই পরগণা ক্রয় করেন নাই। যে আনন্দনাথ বাবুর দোহাই দিয়া কৈলাস বাবু বলেন, “রাজবল্লভ রামপ্রসাদকে বঞ্চিত করিয়৷ এই পরগণ হস্তগত করিয়াছিলেন” সেই আনন্দ বাবু আমাদিগকে এ সম্বন্ধে যাহা লিপিয়াছেন তাহা এই—“লাল রামপ্রসাদ যখন ওয়াধাদার (ওহাদাদার ) ছিলেন তখন আগাবাথরের মৃত্যু হয়, রাজবল্লভ তখন ঢাকা নবাবের সহকারী। তখন মৃত ব্যক্তির সম্পত্তি থাস হইয়া ওয়াধাদারদের (ওহীদাদার) হন্তেই ন্যস্ত থাকিত, পরে বিলি বন্দোবস্ত হইত। পাছে রামপ্রসাদ নিজে ঐ জমিদারী হস্তগত করেন, এই জন্ত তাহাকে অসন্তুষ্ট না করিয়া তপে আব্দুলাপুর ও বেজিরগ উমেদপুর পরগণা হইতে জোয়ার হোসেনাবাদ রামপ্রসাদকে দিয়া, রাজা ঐ পরগণা গ্রহণ করেন।” এস্থলে আনন্দ বাবু কখনও বলেন না যে, তাহার পুর্বপুরুষ লাল রামপ্রসাদ ঐ পরগণা ক্রয় করিয়াছিলেন এবং রাজবল্লভ চক্রান্ত করিয়া উহাকে ঐ পরগণা হইতে বঞ্চিত করেন। ফলতঃ আনন্দনাথ বাবুর লিখিত বৃত্তান্তও প্রকৃত লছে। আমরা প্রমাণ উদ্ধত করিয়া-দেখাইয়াছি যে, আগাবাথরের বিদ্রোহের পর এই পল্পগণ বাজেয়াপ্ত হইয়। রাজবল্লক্তের সংরক্ষণে অপিত হয়। পরিশিষ্টে টমসন
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।