পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २०v' ) প্রত্যাবর্তন করিতে বাধ্য হইলেন (১)। অনন্তর মীরণ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করিলেন । তিনিও অবিলম্বে গুরুতর আঘাত প্রাপ্ত হইয়া প্রায় পরাজিত হইতেছিলেন, এমন সময়ে কর্ণেল ক্লাইব অগ্রসর হইয়া এরূপ অবিশ্রান্ত গোলাবর্ষণ করিতে লাগিলেন যে, সম্রাট-সেনা আর রণক্ষেত্রে স্থির থাকিতে না পারিয়া দ্রুতপদে তথা হইতে প্রস্থান করিল। সাহ আলম উদয়নালা হইতে পলায়ন করিয়া আজিমাবাদে উপস্থিত হইয়াছিলেন । এই সময় পূর্ণিয়ার শাসনকর্তা খাদেম হাসন র্থ তাহার সাহায্যাৰ্থ আগমন করিবেন বলিয়া সংবাদ প্রেরণ করিলে, সম্রাটুসেনা পাটনা নগরী অবরোধ করিল। এই অবরোধে পাটনার দুর্দশার একশেষ হইল, কিন্তু ইতিমধ্যে বদ্ধমান হইতে কতিপয় ইংরেজ সেনা আগমন করিয়া সম্রাট সেনাদিগকে বিতাড়িত করিল এবং সম্রাট তথা হইতে প্রস্থান করিয়া গয়ামনপুর নামক স্থানে শিবির সংস্থাপন করিলেন । খাদেম হাসন খা মীরণের প্রীতিতে অসুমাত্রও আস্থা স্থাপন করিতে সক্ষম হয় নাই । সম্রাট সাহ আলম দ্বিতীয়বার বেস্থার প্রদেশে অভিযান করিলে, ঐ দুরাত্ম। মীরজাফরের পক্ষ ত্যাগ করিয়া সম্রাটুপক্ষ অবলম্বন করিয়াছিল । সম্রাটু পাটনা হইতে প্রস্থান করিয়া গয়ামনপুরায় শিবির সংস্থাপন করিলে, খাদেম হাশন স্বীয় সৈন্যদল সহ আজিমবাদের পাদসঞ্চারিণী ভাগীরথীর অপর তীরস্থ হাজিপুর নামক স্থানে উপস্থিত হইয়৷ তথায় শিবির সংস্থাপন করিল। কাপ্তান নক্স ও সুতরাং তাহার জমিদারী বাজেয়াপ্ত করা কখনও অষ্ঠায় কাৰ্য্য বলিয়া পরিগণিত হইতে পারে না । - কৈলাস বাবু রাজবল্লভের অত্যাচার সম্বন্ধুে যাহা লিথিয়াছেন তাহ পশ্চাৎ আলোচনা করা হইবে । (১) মালদহ জিলাস্কুলের প্রধান মৌলবী সাহেব কৃত রিয়াজু সেলাতিন নামক পারস্য ভাষায় লিখিত ইতিহাসের ইংরেজী অনুবাদ হইতে এই বিবরণ সংগৃহীত।