পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २०० ) সমাসীন ছিলেন। নিরাপদ হইবার অভিপ্রায়ে তিনি অনতিবিলম্বে জনৈক নর্তকী ও কতিপয় অনুচর সহ এক ক্ষুদ্র পটমণ্ডপে প্রবেশ করিলেন। ঐ বারবিলাসিনী স্বীয় কলকণ্ঠের স্বরলহরী দ্বারা কিয়ৎকাল মীরণের মনোরঞ্জন করিলে, তিনি তাহাকে বিদায় দিয়া শয্যায় শয়ন করিলেন। অনুচরবর্গ মধ্যে কেহ খোসগল্প দ্বারা এবং কেহ বা গাত্র মর্দন করিয়া প্রভুর চিত্তবিনোদনে প্রবৃত্ত হইল। এই সময় পুনরায় বিদ্যুৎ ঝলসিত হইল এবং একটা ভয়ানক বজ্র ভীষণ হুঙ্কার পূৰ্ব্বক ঐ কক্ষে নিপতিত হইয়। মীরণের মস্তক চূর্ণ করিয়া দিল (১)। মুরশিদাবাদ হইতে যাত্রা করিবার প্রাক্কালে মীরণ যে এক ভয়ানক দুষ্কার্য্য সাধন করিয়াছিলেন, তাহা স্মরণ করিলে শরীর রোমাঞ্চিত হয়। আলিবর্দীর পরিবারস্থ যে সমস্ত মহিলা মীরণের আদেশে ঢাকায় নিৰ্ব্বাসিত হইয়াছিলেন, তিনি ঐ সমস্ত মহিলাগণকে নিধন করিবার নিমিত্ত ঢাকার ফৌজদার যশরত র্থার প্রতি আদেশ প্রচার করেন। যশরত খ এই পৈশাচিক আদেশ প্রতিপালনে অসম্মতি জ্ঞাপন করিলে, বাথর খ। নামক জমৈক জমাদার একশত অনুচরসহ ঢাকায় প্রেরিত হয় (২) । মীরণ এই জমাদারের হস্তে ঐ রমণীগণকে সমর্পণ করিবার নিমিত্ত যশরত থার প্রতি আদেশলিপি দিয়াছিলেন। অগত্যা যশরত র্থ ঘেসেটিবিবী ও আমন বিবীকে ঐ জমাদারের হস্তে সমর্পণ করেন। রজনী দ্বিতীয় প্রহর অতীত হইলে, দুরাত্মা বাখরখা ঐ রমণীদ্বয়কে মুরশিদাবাদে নেওয়ার প্রলোভন প্রদর্শন - করিয়া এক নৌকায় আরেহণ করায় । নৌকা কোন নির্জন স্থানে উপস্থিত হইলে, বাথর খ (») English Translation of Sair Motakharin, Vol. II. pages 382 to 366. - (২) মালদহ জিলাস্কুলের প্রধান মৌলবীকৃত রিয়াজু সেলাতিনের ইংরেজী জম্বুবাদ হইতে সংগৃহীত। - r