( אלא ) ঐ মহিলায়ের সমীপবৰ্ত্তী হইয়াবলিল, “জননি। আপনাদিগকে স্বয়ূর দেশে গমন করিতে হইবে, অতএব জরায়, গানাহার সমাপন করুন।” এই সময় ঐ দুর্ভুক্ত বিবেকের দংশনে জর্জরিত হইতেছিল এবং তাহার ময়নগ্রান্ত দিয়া অঙ্গধারা নিৰ্গত হইতেছিল। ঘেসেটি বিবি তাহার আকার প্রকার দর্শন করিয়৷ তদীয় মনোগতভাব সহজেই হৃদয়ঙ্গম করিলেন এবং অবিলম্বে স্বীয় প্রাণ বিসর্জন করিতে হইবে মনে করিয়া আকুলকণ্ঠে রোদন করিতে লাগিলেন। আমন বিবি র্তাহাকে । দান্ত না প্রদান করিয়া বলিলেন, “দিদি, বৃথা ভয় করিও না, একদিন মরিতেই হইবে, অদ্য সেই শেষ দিন হইলে ক্ষতি কি ?” এই কথা বলিয়া তিনি কিয়ৎকাল তুষ্ণীম্ভাব অবলম্বন করিলেন এবং পুনরায় ধীর প্রশান্তভাবে বলিলেন, “দিদি এ জীবনে পাপ সঞ্চয় করিতে ক্রটি করি নাই ; জগদীশ্বর যে অনুকম্পা করিয়া আমাদিগকে এইভাবে প্রায়শ্চিত্ত করিবার অৰসর দিয়াছেন, তজ্জন্ত র্তাহাকে ধন্যবাদ প্রদান কর, আমরা আমাদের সমস্ত পাপের গুরুভার মীরণের স্কন্ধে নিক্ষেপ করিলাম।” অনন্তর উভয় ভগ্নী স্নান করিয়া নববস্ত্র পরিধান করিলেন এবং মহাত্মা হোসেনের সমাধি ক্ষেত্রস্থ পবিত্র মৃত্তিক দ্বারা ললাট ও সৰ্ব্বাঙ্গ লেপন করিলেন। কিয়ৎকাল পরে উভয়ে সমম্বরে বলিলেন, *হে সৰ্ব্বশক্তিমান পরমেশ্বর, আমরা উভয়ে বহু পাপ সঞ্চয় করিয়াছি সত্য, কিন্তু আমাদের কর্তৃক এ পর্য্যন্ত মীরণের কোন অনিষ্ট সাধিত হয় নাই। মীরণের বর্তমান উন্নতি আমাদেরই প্রসাদে সংঘটিত হইআছে ; ঐ দুরাত্ম এক্ষণে কৃত উপকারের প্রতিদান স্বরূপ বিনাকারণে আমাদিগের জীবন সংস্থার করিতেছে। আমরা তোমার চরণে বিনীতভাবে প্রার্থনা করি, তুমি অগোঁণে ঐ পাপিষ্ঠের মন্তক বজ্রাঘাতে চূৰ্ণ করিয়া ভায়ের মর্য্যাদা রক্ষা কর।” এই প্রার্থনা শেষ করিয়া আলিবদীর জময়াগণ প্রচলিত রীতি অনুসারে নেমাজ পাঠ করিলেন,
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।