( २४४ ) পরিবর্তে তরবারি গ্রহণ করিলে, সম্রাটু তাছাকে সলরজঙ্গ’ উপাধি প্রদান করিয়া সম্মানিত করিয়াছিলেন (১)। সম্রাট কিয়ৎকাল গঙ্গায় বিশ্রাম করিয়া মেজর কর্ণাকৃ, রামনারায়ণ ও রাজবল্লভের সহিত আজিমাবাদের প্রান্তভাগে উপস্থিত হইলেন । এই স্থলে আগমন করিয়া রামনারায়ণ নগরমধ্যে এবং মেজর কর্ণাক বাকিপুরে প্রস্থান করিলেন। সম্রাট মতিপুর হ্রদের দক্ষিণ তটে, এবং রাজবল্লভ জাফর খার উদ্যানে, শিবির সন্নিবেশ পূৰ্ব্বক অবস্থান করিতে লাগিলেন। এই সময় সংবাদ আসিল যে, মীরজাফর সিংহাসনচ্যুত হইয়াছেন এবং মীর কাসেম সিংহাসন লাভ করিয়া পাটনার অভিমুখে আগমন করিতেছেন। (১), কৈলাস বাবু নব্যভারত মামক পত্রিকার ষষ্ঠ সংথ্যায় বলিয়াছেন "সাহ জালমের সহিত মীরণের যে যুদ্ধ হয় তাহাতে রাজবল্লভের কোন সংস্রব নাই।” রাজবল্লভের জীবনী প্রণেতা ( ৮ চন্দ্রকুমার রায় ) তৎপ্রণীত গ্রন্থে রাজবল্লভের উপাধি লাভ ও ঐ যুদ্ধে লিপ্ত থাকার বিষয় উল্লেখ করিয়াছেন বলিয়া কৈলাস বাবু ঐ স্থলে লিথিয়াছেন "এরূপ নিলজি গ্রন্থকার কুত্ৰাপি দেখি নাই।” - ধিনি সায়র মোতাক্ষরীণ ও রিয়াজু সেলাতিনের লিখিত বৃত্তাস্তুের অস্তিত্ব থাক। সত্ত্বেও বলিতে সাহসী হইয়ছেন যে, সাহ আলমের সহিত মীরণের যে যুদ্ধ হয় তাহাতে রাজরল্লভের কোন সংস্রব নাই, উহার পক্ষে অন্তকে নিলজি বলা কদাচ শোভা পায় না । সাহ আলম হইতে রাজবল্লভ যে তরবারি প্রাপ্ত হইয়াছিলেন এখন তাহ বিদ্যমান নাই। স্বচক্ষে দেখিয়াছেন, এমন অনেক প্রাচীন ব্যক্তির নিকট ঐ তরবারি সংক্রান্ত বৃত্তান্তু অবগত হইয়াছি । রাজবল্লভের উত্তরপুক শ্ৰীযুক্ত বাবু শশিভূষণ সেন নামক জনৈক বৃদ্ধের নিকট অবগত হইয়াছি, ঐ তরবারি তিনি বহুবার দর্শন করিয়াছেন BB BDD DDBBB BBB BBB B SBBBBBSBBB BB BBB BB BDDS পাঠ করিয়াছেন ৷ ‘ জানকীনাথ সেন মজুমদায় মহাশয়ের নিকটও এই বৃত্তান্ত বহুবার শুনিয়াছি। যপস নিবাসী বর্ষীয়ান শ্ৰীযুক্ত বাৰু আনন্দকুমার রায় মহাশয় বলেন, রাজবল্লভের সহিত যপস গ্রামস্থ সুপ্রসিদ্ধ রামমোহন কোরাবীর পারস্য ভাষায় অনেক চিঠিপত্র চলিত ; তিনি ঐ সমস্ত চিঠিত্বে রাজবল্লভের সলরজঙ্গ উপাধি লিখিত থাকা দেখিয়াছেন বলিয়া আমাদিগকে জানাইয়াছেন । রামমোহন কোরাবীর উত্তরপুরুষগণ এখন দুরবস্থাপন্ন এবং ঐ সমস্ত কাগজ কোথায় আছে কেহ বলিতে *ां८ङ्ग न ! -
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।