ক্ষষ্ট অথ্যাক্স প্রথম পরিচ্ছেদ রাজবল্লভের বিছার প্রদেশের শাসন-কর্তৃত্ব লাভ যে ভাবে মীরজাফর পদচ্যুত হইয়াছিলেন এক্ষণে তাছাই বিস্তৃত হইবে । মীরণের মৃত্যু সংবাদ মুরশিদাবাদে পৌছিলে মীরজাফর চতুর্দিক অন্ধকার দেখিতে লাগিলেন। জামাতা মীর কাসেম তৎকালে ফৌজদারের কার্য্যে নিযুক্ত হইয়া রঙ্গপুরে অবস্থান করিতেছিলেন। মীরজাফর অবিলম্বে তাহাকে পূর্ণিয়ার শাসন-কর্তৃত্ব প্রদান করিস্থা মুরশিদাবাদে আনয়ন করিলেন। ইতিপূৰ্ব্বে মীরণের প্ররোচনায় তিনি ঐ জামাতার সহিত তাদৃশ সদ্ভাব রক্ষা করেন নাই, এক্ষণে মীরকাসেম ভিন্ন মীরজাফরের গত্যন্তর রহিল না । - এই সময় কলিকাতা কোন্সিলে জনৈক বিশ্বস্ত লোক প্রেরণ করি, বার আবখ্যক হইল, এবং নবাব জামাতা মীরকাসেমকেই ঐ কার্য্যে নিযুক্ত করিলেন। তিনি কলিকাতায় গিয়া মুচারুরূপে কাৰ্য্য সম্পন্ন করিলেন, এবং সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ভাঙ্গিটার্ট প্রমুখ সমস্ত সদস্যগণের নিকট পরিচিত হইলেন। মীরজাফর জামাতার এই কৃতকাৰ্য্যতায় সন্তুষ্ট হইয়া রাজকীয় অধিকাংশ কার্য্যভার তাহার হস্তুে দ্যস্ত করি লেন (১) । - (*) English Translation of Sair Motakharin, by . Haji Mostapha, Vol. II. Pages 374 and 375.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।