( १२४ ) সঞ্চিত ধন রাজকোষভুক্ত করিলেন (১)। জগৎসিংহ নামক জনৈক হিন্দু, জানকীরাম ও রায়দুল্লাভের অধীনতার সহকারী দেওয়ামের কার্য্য করিয়া প্রভূত অর্থ সঞ্চয় করিয়াছিলেন। মীরকাসেমের অর্থলালসা দর্শনে তাহার মনে আতঙ্ক সঞ্চার হইল, এবং তিনি সঞ্চিত সমস্ত অর্থ অগোঁণে নবাব দরবারে উপস্থিত করিলেন। অর্থলোলুপ মীরকাসেম ঐ অর্থের কিয়দংশমাত্র জগৎসিংহকে প্রত্যপণ করিয়া, অবশিষ্ট সমস্ত রাজকোষে প্রেরণ করিলেন । এই অপ্রত্যাশিত অর্থ লাভ করিয়া নবাবের অর্থলালসা অত্যন্ত বদ্ধিত হইল, এবং তিনি রাজ্যস্থিত সমস্ত ধনবানদিগের সঞ্চিত অর্থ হস্তগত করিবার সংকল্প করিলেন (২) । পূৰ্ব্ব হইতেই জমিদার শ্রেণীর প্রতি মীরকাসেম বিরূপ ছিলেন। তাহার বিশ্বাস ছিল যে, জমিদারগণ নিরীহ প্রজার সর্বনাশ করিয়া অর্থ সঞ্চয় করে, এবং আবশুকমতে ঐ অর্থদ্বারা সৈন্ত সংগ্ৰহ করিয়া রাজার বিরুদ্ধে অস্ত্ৰধারণ করে । এক্ষণে তিনি জমিদারগণকে শাসন করিতে প্রবৃত্ত হইলেন। প্রত্যেক জমিদারের প্রতি এই আদেশ প্রচারিত হইল যে, দেয় রাজস্ব অপেক্ষা প্রত্যেককে অধিক টাকা প্রদান করিতে হইবে। বীরভূমের রাজ। এই আদেশ প্রতিপালন না করিয়া বে প্রতিফল পাইয়াছিলেন তাহ পূৰ্ব্বেই উল্লেখ করা হইয়াছে। অবশিষ্ট জমিদারগণ স্ব স্ব অবস্থার প্রতি দৃষ্টিপাত না করিয়া, কায়ক্লেশে আদিষ্ট অর্থ প্রদান করিয়া নবাবের মনোরঞ্জন করিলেন । এইরূপে শূন্ত রাজকোষ অতি অল্পকাল মধ্যে অর্থে পরিপূর্ণ হইয়া গেল এবং নবাবের উচ্চাকাঙ্ক্ষ স্থতসিক্ত অনলশিখায় ন্যায় ক্রমশঃ বদ্ধমান হইতে লাগিল (৩)। (>) English Translation of Sair Motakházin, vol. II. page 392. (R) Do pages 392 & 393. (o) Do pages 393, 42o & 423.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।