( ২৩৩ ) উপস্থিত না হয় তবে সহজেই এ কার্য্য সুসম্পন্ন হইবে, কিন্তু কেই এ বিষয়ে কোনরূপ প্রতিবন্ধকতাচরণ করিলৈ আমার হস্তে রাজনগরের দুর্দশার পরিসীমা থাকিবে না। রাজপ্রাসাদের কর্তৃত্বভার তৎকালে রাজবল্লভের তৃতীয় পুত্র রাজা গঙ্গাদাসের প্রতি দ্যস্ত ছিল। রাজভবন রক্ষার নিমিত্ত যে সমস্ত সৈন্ত নিযুক্ত ছিল, তাহার যুদ্ধোপ্তম করিয়া নবাব সৈন্তগণকে বাধা প্রদান করিবার নিমিত্ত গঙ্গাদাসের অনুমতি প্রার্থনা করিল। অল্পবয়স্ক গঙ্গাদাস কর্তব্য স্থির করিতে অক্ষম হইয়া বর্ষীয়ান আত্মীয়গণের নিকট পরামর্শ জিজ্ঞাসা করিলেন। রাজবল্লভ ও কৃষ্ণদাস ঐ সময় বন্দী অবস্থায় কালর্যাপন করিতেছিলেন ; সুতরাং সকলেই বলিল, সে অবস্থায় ধর্ম রত্ন সহজে সমপণ না করিয়া প্রতিবন্ধকতাচরণ করিলে, নবাবের হস্তে পিতা ও পুত্র উভয়েরই অকল্যাণ সাধিত হইবে। অগত্যা রাজবল্লভের সৈন্তাগণ অনুমতি প্রাপ্ত না হইয়৷ দুঃখিত হৃদয়ে স্ব স্ব স্থানে প্রস্থান করিল এবং দূত প্রত্যাবৃত্ত হইয়া জাগারেজার নিকট সমুদয় অবস্থা নিবেদন করিল। রাজপরিবারস্থ মহিলাগণের মধ্যে চতুরতা ও বুদ্ধির প্রাথর্য্যে কেহই কৃষ্ণদাসের সহধৰ্ম্মিণীর সমকক্ষ ছিলেন না। সমস্ত সঞ্চিত অর্থ শত্রুর হস্তে সমর্পণ করা ঐ মহিলার বিবেচনায় সুসঙ্গত বোধ হইল না। শক্ৰ আগমনের পূৰ্ব্বেই তিনি অধিকাংশ মূল্যবান অথচ অল্পভারবিশিষ্ট্র রত্নাদি প্রাসাদের গোপনীয় স্থানে স্বরক্ষিত করিলেন এবং শক্র সৈম্ভের সন্দেহের উদ্রেক না হয় এই উদেখে, অবশিষ্ট সমস্ত সম্পত্তি প্রকাগুস্থানে ংস্থাপন করিলেন (১) । 4. (১) প্রযুক্ত বাবু আনন্দনাথ রায় ১৩.৯ সনের 'আশা' নামক পত্রিকায় যে আগা রেজা নামে প্রবন্ধ লিথিয়াছেন, তাহাতে রাজা কৃষ্ণদাসের সহধৰ্ম্মিণী সম্বন্ধে এই কথা লিখিত আছে । শ্ৰীযুক্ত বাবু প্রতাপচন্দ্র সেন মহাশয়ের নিকট যে হস্তলিখিত পুস্তক প্রাপ্ত হওয়া গিয়াছে, তাছাত্তে লিখিত আছে যে, আগারেজ কর্তৃক রাজনগর লুণ্ঠন
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।