পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७१' ) বাণিজ্য করিবার অধিকার প্রদান করিতে লাগিল। নবাবের কৰ্ম্মচারিগণ এই শেষোক্ত শ্রেণীস্থ দস্তক-সংবলিত পণ্যদ্রব্যের উপর গুল্কের দাবি করিলে, কুঠার দুর্দান্ত ইংরেজ অধ্যক্ষগণ সিপাহি ও বরকন্দাজ প্রেরণ করিয়া ঐ রাজকীয় কৰ্ম্মচারিগণকে ধৃত করিয়া কারাগারে নিক্ষেপ করিত। এই ঘটনায় দেশীয় বণিক সম্প্রদায়ের সৰ্ব্বনাশ হইল, ইংরেজ কৰ্ম্মচারিগণ সবিশেষ লাভবান হইলেন এবং নবাবের ক্ষমতা একেবারে খৰ্ব্ব হইয়া গেল। মীরকাসেম এই সমস্ত অত্যাচারকাহিনী লিপিরদ্ধ করিয়া বারংবার কলিকাতা কোন্সিলে অভিযোগ উপস্থিত করিলেন, কিন্তু ভান্সিটার্ট, ও হেষ্টিংস ব্যতীত অবশিষ্ট সমস্ত সদস্যই ঐ অভিযোগে কর্ণপাত করা অনাবশুক মনে করিলেন। সংখ্যার অল্পতা নিবন্ধন ভান্সিটার্ট এবং হেষ্টিংস এ বিষয়ের কোন প্রতীকার করিতে সক্ষম হইলেন না। ক্রমে ইংরেজগণ উপযুক্ত সীমা লঙ্ঘন করিলেন। যখনই দেশীয় বণিকের নিকট কোন পণ্যদ্রব্য বিক্রয় করিতে হইত, অথবা তাহাদিগের নিকট হইতে কোন পণ্যদ্রব্য ক্রয় করার আবখ্যক হইত, তখনই ইংরেজগণ ঐ দেশীয় বণিকৃদিগের নিকট হইতে স্বেচ্ছামুসারে মূল্য গ্রহণ করিতেন, অথবা তাহাদিগকে স্বেচ্ছানুসারে মূল্য প্রদান করিতেন। সুতরাং মীরকাসেম বাঙ্গালাপ্রবাসী ইংরেজ সম্প্রদায়কে দেশের পরম শক্ৰ মনে করিলেন এবং তাহারাও নবাবের প্রতিকুলতাচরণ করিতে কৃতসংকল্প হইয়া যথোপযুক্ত আয়োজন করিতে ক্রটি করিল না। এই সময় ভান্সিটাট সাহেব মুঙ্গেরে আগমন করিয়া নবাবকে বলিলেন যে, নবাব দেশীয় ও ইংরেজ এই উভয় সম্প্রদায়ভুক্ত বণিকদিগের নিকট হইতে সমভাবে শতকরা ৯১ টাকা শুল্ক আদায় করিতে পারেন, এরূপ প্রস্তাব তিনি কৌন্সিলে উপস্থিত করিবেন (১)। (») English Translation of Sair Motakharin, Vol. II. pages 452 to 455 '