পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २8७ ) রাজবল্লত ৰে সমস্ত দেবতা প্রতিষ্ঠাপিত করিয়াছিলেম, তাহীদের প্রত্যেকের সেবার নিমিত্ত তিনি উপযুক্ত ভূসম্পত্তি উৎসর্গ করিয়া গিয়াছেন। শ্ৰীক্ষেত্রস্থিত জগন্নাথ দেবের সেবার নিমিত্ত বিক্রমপুরের বিহারীপুর নামক তালুক এবং গয়াক্ষেত্রস্থিত বিষ্ণুপাদপদ্মে তুলসী অর্পণ করিবার নিমিত্ত বিক্রমপুরের অন্তর্গত "মাছুয়ামন্দ্র” নামক তালুক উৎসর্গীকৃত হইয়াছিল। বিহারীপুর তালুকের বার্ষিক আয় এক সহস্র টাকার নুন নহে। রাজা লক্ষ্মীনারায়ণের সেবার নিমিত্ত তিনি ফরিদপুর জিলার অন্তর্গত “মৈষার্কাদি” ও “বাসুদেবপুর’ নামক দুইখানি গ্রাম উৎসর্গ করেন। এই ভূসম্পত্তির বার্ষিক আয় প্রায় এক সহস্র টাকা হইবে। বরিশাল জিলার সমীপবৰ্ত্তী শিবপুর নামক স্থানে যে খৃষ্টীয় ভজনালয় প্রতিষ্ঠিত আছে, তাহার ব্যয় রাজবল্লভের প্রদত্ত মিশন তালুকের আয় হইতে নিৰ্বাহিত হইতেছে। রাজনগরে যে সমস্ত ব্রাহ্মণ অবস্থিত ছিলেন, তাহাদের অধিকাংশ রাজবল্লভের প্রদত্ত নিষ্কর ভূমি ভোগ করিতেন। বিক্রমপুর ও তৎসমীপবৰ্ত্তী স্থলে তিনি বহু ংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র নিষ্কর বৃত্তি প্রদান করিয়াছিলেন। অনেক দিবস পৰ্য্যন্ত প্রত্যহ তিনি সোয়া বিঘা পরিমাণ ভূমি ব্রাহ্মণকে দাম করিতেন। রাজবল্লভের স্বাক্ষরযুক্ত যে দানপত্রের প্রতিলিপি এই পুস্তকে সন্নিবিষ্ট হইয়াছে, তাহা ঐরূপ প্রাত্যহিক দানের নিদর্শনপত্র মাত্র। সামাজিক নিয়মানুসারে যে কোন জাতীয় লোক রাজবল্লভের সহিত কোম প্রকারে সংশ্লিষ্ট ছিল, তিনি তাহাকেই উপযুক্ত পরিমাণ বৃত্তি নিৰ্দ্ধারিত করিয়া দিয়াছিলেন । রাজনগরের হিতার্থে তিনি অনেক অর্থ ব্যয় করিয়াছেন । নগণ্য “বিলদাওনিয়া” একমাত্র রাজবল্লভের মুক্তহস্ততায় মুপ্রিসিদ্ধ “রাজনগরে” পরিণত হইয়াছিল। যে কোন বিদ্যার্থী রাজনগরের চতুষ্পাঠীতে সবিশেষ প্রতিভার পরিচয় দিত, তিনি তাহাকে মিজ ব্যয়ে নবদ্বীপে রাখিয়া সুশিক্ষিত করিতেন, এবং পাঠ সমাপ্ত হইলে তাহার