পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৪৯ ) পূৰ্ব্বে প্রচুর অর্থের সমাগম হইল, এবং তিনি ঐ সমস্ত অর্থ হৃষ্টমনে ব্রাহ্মণকে প্রদান করিয়া তাহার দরিদ্রত বিদূরিত করিলেন। র্যাহার রাজবল্লভের অনুগ্রহে অবস্থার উন্নতিসাধন করিয়াছেন, তন্মধ্যে জানকীবল্লভ রায় ও লালা কীৰ্ত্তিনারায়ণের নাম সমধিক উল্লেখ যোগ্য । লালা কীৰ্ত্তিনারায়ণ বৈকুণ্ঠপুর পরগণার জমিদার বংশের আদিপুরুষ। এই জমিদার বংশ এক্ষণে বিক্রমপুরস্ত শ্রীনগর গ্রামে অবস্থিত আছেন । লালা কীৰ্ত্তিনারায়ণের উত্তর পুরুষ শ্ৰীযুক্ত বাবু রাজেন্দ্রকুমার বস্থ মহাশয়ের প্রধান কাৰ্য্যকারক রাজমোহন চট্টোপাধ্যায় মহাশয় বলেন, কীৰ্ত্তিনারায়ণ দরিদ্রের গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন, এবং একদা দারিদ্র্যের তাড়ণায় অস্থির হইয়া রাজবল্লভের আলয়ে আগমন করেন, রাজবল্লভ সে সময় উচ্চপদস্থ রাজপুরুষ এবং কীৰ্ত্তিনারায়ণ কৈশোর অতিক্রম করেন নাই । রাজবল্লভ বালকের অশ্রুসিক্ত লোচন অবলোকন করিয়া দয়ার্দ্রচিত্তে তাহাকে স্বকীয় বিষয়ের কার্য্যে নিযুক্ত করেন। কীৰ্ত্তিনারায়ণ সাতিশয় তীক্ষু বুদ্ধিসম্পন্ন ছিলেন ; রাজবল্লভ কীৰ্ত্তিনারায়ণের প্রতিভায় মুগ্ধ হইয়া অবশেষে তাহাকে ঢাকার নবাব সরকারে কোনও কাৰ্য্য প্রদান করেন। কালে কীৰ্ত্তিনারায়ণ উচ্চ রাজপদ লাভ করিয়াছিলেন (১) । (১) কীৰ্ত্তিনারায়ণের সহোদর রামভদ্র বস্ব মহাশয়ের বৃদ্ধ প্রপৌত্র শ্ৰীযুক্ত বাবু কালীনাথ বসু মহাশয় বলেন, কীৰ্ত্তিনারায়ণ রাজবল্লভের স্বকীয় বিষয়ের কার্য্য করেন নাই ; তিনি প্রথমতঃ রাজবল্লভের অধীন রাজকীয় কৰ্ম্মচারী ছিলেন এবং অবশেষে র্তাহার তুল্যপদ লাভ করিতে সমর্থ হন। কীৰ্ত্তিনারায়ণের পোষ্যপুত্র কৃষ্ণকুমার বসু মহাশয়ের পৌত্র শ্ৰীযুক্ত বাবু রাজেন্দ্রনাথ বস্ব মহাশয়ের ম্যানেজার শ্ৰীযুক্ত বাবু রাজমোহন চট্টোপাধ্যায়, এবং বিক্রমপুর পরগণার অন্তর্গত শ্যামসিদ্ধি নিবাসী শ্ৰীযুক্ত বাবু শ্যামাকান্ত মিত্র মহাশয় বলেন, তাহারা বাল্যকাল হইতেই শুনিয়। আসিতেছেন