( ૨૬ જ ) এমত নহে, তিনি দিল্লীশ্বরের নিযুক্ত কৰ্ম্মচারীকে হত্যা করিয়া স্বয়ং রাজদ্রোহ পাপেও লিপ্ত হইয়াছিলেন। যে ব্যক্তি স্বয়ংই. রাজদ্রোহী, তাহাকে বিতাড়িত করিবার চেষ্টা করিলে কাহারও রাজদ্রোহ অপরাধ হইতে পারে না । - - - প্রজারঞ্জন রাজার অবশ্ব কৰ্ত্তব্য। যে রাজা তাশ কৰ্ত্তব্যপথ হইতে শ্বলিতপদ হন, প্রকৃতিপুঞ্জ র্তাহাকে সিংহাসন-চু্যত করিবার চেষ্ট৷ করিলে, দ্যায়তঃ তাছাদের কোন অপরাধ হইতে পারে না । সিরাজ মাতামহের প্রদর্শিত পথ পরিত্যাগ করিয়া প্রজা সাধারণের প্রতি অত্যাচার করিতে প্রবৃত্ত হইয়াছিলেন ; সুতরাং প্রকৃতিপুঞ্জও আত্মরক্ষার নিমিত্ত ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করিয়৷ তাহাকে বিতাড়িত করিয়াছিল । রায়দুল্লভ, মীরজাফর এবং জগৎ শেঠ আলিবর্দীর অন্নে প্রতিপালিত হইয়াছিলেন । এই সমস্ত ব্যক্তির পক্ষে, আলিবর্দীর মনোনীত উত্তরাধিকারীর বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া কৃতঘ্নতার পরিচায়ক সন্দেহ নাই । কিন্তু এ স্থলেও স্মরণ রাখা কৰ্ত্তব্য যে, সিরাজ র্তাহাদিগকে উৎপীড়ন করিতে কদাচ ক্রটি করেন নাই । রাজবল্লভ কখনও সিরাজউদৌল্লার অধীনতায় কাৰ্য্য করেন নাই । তিনি আলিবর্দীর জীবদ্দশায় নিবাইস মহম্মদ ও তদীয় পত্নী ঘেসেটি বিবার কার্যে নিযুক্ত ছিলেন। সিরাজ নিবাইসের বিধবা পত্নীর সৰ্ব্বস্ব লুণ্ঠন ও র্তাহাকে কারাগারে নিক্ষেপ করিয়া অশেষ যন্ত্রণ প্রদান । with a force to oppose him, which they did, but returned on the 29th on account of a dispute between the Nawab and Jager Shet, in which the former reproached the latter for not getting a Phirmaund and then ordered him to raise from the merchants three crores of rupees, but Jager Shet pleading the hardship of his already oppressed people received a blow on the face and was confined. Consultation on board the Phoenix Schooner, Faulta, September 5, 1756–Long's Unpublished Records of Govt. page 77. a)
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।