( २१२ ) পরলোক গমন করিয়াছেন। নীলরতনের একমাত্র পুত্র শশিভূষণ জীবিত আছেন। ইনি অতি সদাশয় ব্যক্তি। কৃষ্ণদাসের চতুর্থ পুত্র রমণকৃষ্ণের বংশে তদীয় প্রপৌত্র হরনাথ ও বিশ্বেশ্বর বর্তমান আছেন। কালীশঙ্কর নামে রাজা গঙ্গাদাসের যে পুত্র ছিলেন তাহার নিত্যানন্দ, স্বরূপচন্দ্র, ঈশানচন্দ্র, অভয়কুমার ও নবকুমার নামে ক্রমে পাচ পুত্র জন্ম গ্রহণ করেন। নিত্যানন্দ, স্বরূপচন্দ্র এবং অভয়চন্দ্রের বংশ লোপ পাইয়াছে। ঈশানচন্দ্রের পুত্র জগদ্বন্ধু। ইনি দক্ষিণ, সুরেন্দ্র ও মহেন্দ্র নামে তিন পুত্র রাখিয়া পরলোক গমন করিয়াছেন। কালীশঙ্করের কনিষ্ঠ পুত্ৰ নবকুমারের চন্দ্রকান্ত নামে এক পুত্র বিদ্যমান আছেন। ইনি স্বীয় প্রতিভাবলে ব্যবহারজীবির কাৰ্য্যে বিপুল অর্থ উপার্জন করিয়া, সম্প্রতি পরলোকের প্রতীক্ষায় কামাখ্যাধামে অবস্থান করিতেছেন। চন্দ্রকান্ত বাবুর যে সমস্ত পুত্ৰ বৰ্ত্তমান আছেন, তাহাদের অধিকাংশই কৃতী। জ্যেষ্ঠ কালীচরণ সেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধি লাভ করিয়া, গৌহাটি জিলায় উকিল সরকারের পদে নিযুক্ত আছেন। । - রাজা গঙ্গাদাসের দ্বিতীয় পুত্র রামকানাই সেনের পুত্রের নাম দুর্গাদাস সেন। দুর্গাদাসের পুত্র প্রসন্নকুমার জীবিত আছেন। রায় গোপালকৃষ্ণ ও কেবলরামের বংশে কোন পুত্র সন্তান বিদ্যমান নাই। রাজবল্লভের ষষ্ঠ পুত্র রাধামোহন সেনের নীলমণি নামে এক পুত্র ছিলেন। নীলমণির পুত্র ভারতচন্দ্র ও বলরাম । ভারতচন্দ্র নিঃসন্তান পরলোক গমন করিয়াছেন। তামাকুণন্ত ও বরদাকান্ত নামে বলরামের দুই পুত্র বিদ্যমান আছেন। বরদা বাবু কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে বি, এ, উপাধি লাভ করিয়াছেন।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।