( بيالا ) কত দালান পাকা, চকমিলান বাকা, ভাঙ্গিল বহুতর। প্রথম কুম্ভের বাড়ী, ভেঙ্গে ধরিলেক মুখসাগর ॥ নিল সুখের সাগর মুখসাগর (১) মহাসাগর (২) ধরে। নদীর কি প্রতাপ অসম্ভব প্রাণটি র্কাপে ডরে । সাধের মতিসাগর (৩) মুহূৰ্ত্তেক পর ভাঙ্গিল রে ভাই। দেখ কোথায় গেল রাউতপাড়। (৪) আকশার (৫) চিহ্ন নাই। নিল রাণীসাগর (৬) কৃষ্ণসাগর (৭) গুরুধাম (৮) আর । ( হায়রে ) খালে বিলে এক সমান কি করলে একাকার ॥ ( হায়রে ) পুরাণ দীঘি কাল-বৈশাখী হইত যার পার। নিল সেই মেলা জুয়া খেলা লালবাজার বাহার ॥ যাচ্ছে ক্রমাগত ভেঙ্গে যত রাজবংশের কীৰ্ত্তি । রায় মৃত্যুঞ্জয়ের কীৰ্ত্তি পরে করিল নিবৃত্তি। যখন শত রতন হইল পতন চমৎকার নগরে হল কাশীতে যে ভূমিকম্প পঞ্চক্রোশী পরে। ভট্ট জয়চন্দ্রে পদবন্ধে করিল বর্ণন । ( পরে ) পুরাণ হাবেলীর কথা বলি শুন সৰ্ব্বজন ॥ ( হায় রে ) কীৰ্ত্তিনাশা কীৰ্ত্তি সব নিল । বুঝি এতদিনে মহারাজার নামটি লোপ হল। সোণার রাজনগর কি জলাকার হইল ॥ ভেঙ্গে রায় মৃত্যুঞ্জয়ের হাওলী বাউলি দিয়ে অকস্মাৎ । পুরাণ হাওলী যেয়ে ধরল এ কি বজাঘাত। ( হায়রে ) বাবু সবকে করিয়ে অনাথ ॥ (১।২।৩।৬।৭) রাজনগরের মধ্যগত তন্নামক সরোবর l (৪৫) রাজনগরের অন্তর্গত পল্লীবিশেষ। " ` ৮) রাজনগরের যে অংশে কৃষ্ণদেৰ বিদ্যাবাগীশ মহাশয়ের ইষ্টদেবতা বাস করি তেন তাহাকে গুরুধাম বলিত ।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।