পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ আভিজাত্য ভারতীয় আর্য্যজাতির যে শাখা উত্তরকালে বাঙ্গালা দেশে বৈদ্য নামে অভিহিত হইয়াছেন, সেই সম্প্রদায়ে শ্ৰীহৰ্ষনামে জনৈক মহামহোপাধ্যায়ের আবির্ভাব হইয়াছিল। বৈদ্যকুল-পঞ্জিকা অনুসারে তিনি সেনভূমপ্রদেশের নরপতি ও রাজা বল্লালসেনের সমকালবৰ্ত্তী (১)। ভটি কাব্যের টীকাকার মহামহোপাধ্যায় ভরত মল্লিক, সাধক-প্রবর রাম প্রসাদ সেন, সুবিখ্যাত পণ্ডিত শিবদাস সেন বাচস্পতি, ও জগন্নাথ সেন সাৰ্ব্বভৌম, মহাত্মা কেশবচন্দ্র সেন এবং গীতিকাব্য প্রণেত কৃষ্ণকমল গোস্বামী, এই বংশে জন্মগ্রহণ করিয়া রাজা শ্ৰীহর্ষের গৌরব রক্ষা করিয়াছেন। কমল ও বিমল নামে শ্রীহর্ষের দুই পুত্র জন্মে । (১) শ্ৰীযুক্ত বাবু আনন্দনাথ রায় ১৩০৬ সনের সাহিত্যপরিষদনামক পত্রিকার ২২৭ পৃষ্ঠায় লিখিয়াছেন যে, রাজা শ্ৰীহৰ্ষ ফকরউদ্দিনখার স্ত্রীর মৃতবৎসা রোগ আরোগ্য করিয়া রাজ উপাধি ও সেনভূম প্রদেশের জমিদারী প্রাপ্ত হন। তিনি এই উক্তির সমর্থনার্থ অম্বষ্ঠ-কুলদীপিক নামক গ্রন্থ হইতে এক শ্লোক উদ্ধৃত করিয়াছেন। অম্বষ্ঠ কুলদীপিকা অতি আধুনিক গ্রন্থ। কবিকণ্ঠহারপ্রণীত প্রাচীন সদ্বৈদ্যকুল-পঞ্জিকা পাঠে অবগত হওয়া যায় যে, রাজা শ্ৰীহৰ্ষ বল্লালের সমকালবৰ্ত্তী লোক। ঐতিহাসিকগণ বল্লালকে খ্ৰীষ্টীয় একাদশ শতাকার এবং ফকর উদ্দিনকে খ্ৰীষ্টীয় চতুর্দশ শতাব্দীর লোক বলিয়। নির্দেশ করেন । শ্ৰীহৰ্ষ হইতে রাজবল্লভ পর্য্যস্ত গণনা করিলে বিংশ পুরুষ হয়। রাজবল্লভ খ্ৰীষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে জন্মগ্রহণ করিয়াছিলেন। প্রতি তিন পুরুষে এক শতাব্দী গণন কারলে রাজা শ্ৰীহৰ্ষ একাদশ শতাব্দীর লোক হইয়। দাড়ান। অতএব রাজা শ্ৰীহৰ্ষ যে বল্লালের সমকালবৰ্ত্তী তাহ। অনায়াসে নিদ্ধারণ করা যাইতে পারে । সম্প্রতি উক্ত রায় মহাশয় জানাইয়াছেন যে, উহ। তাহার ভ্রম হইয়াছে এবং তিনি নরহরি' নামক অন্যতর প্রবন্ধে শ্ৰীহৰ্ষকে বল্লালের সমকালবৰ্ত্তী বলিয়াহ নির্দেশ করিয়াছেন। .