পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१ ) অধ্যক্ষ নাজিম ও দেওয়ানী বিভাগের অধ্যক্ষ দেওয়ান নামে অভিহিত হইতেন। আভ্যন্তরিক শান্তিরক্ষা, সৈন্ত-বিভাগ এবং অপরাধ-সংক্রাস্ত বিচারের ভার নাজিমের প্রতি অৰ্পিত ছিল । দেওয়ান উপাধিধারী ব্যক্তি রাজস্ব-সংক্রান্ত যাবতীয় কাৰ্য্য নিৰ্ব্বাহ ও স্বত্ব-সম্বন্ধীয় বিরোধের মীমাংসা করিতেন । এই উভয় বিভাগের কোন বিভাগই অপর বিভাগের অধীন ছিল না। নায়েব নাজিম, সেরলস্কর, ফৌজদার, কোতোয়াল এবং থানাদারনামক বিভিন্ন শ্রেণীস্থ কৰ্ম্মচারিগণ নাজিমের অধীনতায় স্ব স্ব কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতেন। কাজিওলকজ্জত বা প্রধান বিচারপতি, কাজি, মুফতি, মীর অদলস্ এবং সদর নামক কৰ্ম্মচারিগণ দেওয়ানের অধীন রূপে বিচার কার্য্য সম্পাদন করিতেন। রাজস্ব বিভাগের কার্য নিৰ্ব্বাহের নিমিত্ত নায়েব অথবা স্থানীয় দেওয়ান, আমিল, শিকদার, কারকুন, কানুনগু, পাটোয়ারী ও মজুমদার নামক কৰ্ম্মচারী নিযুক্ত ছিলেন (১)। প্রত্যেক গ্রামের রাজস্ব সংক্রান্ত কাৰ্য্য স্বতন্ত্র স্বতন্ত্র পাটোয়ারী দ্বারা নির্বাহিত হইত। স্বতন্ত্র স্বতন্ত্র কারকুনগণ প্রত্যেক পরগণার হিসাবরক্ষা ও অধীন পাটোয়ারীগণের কার্য্য পর্য্যবেক্ষণ করিতেন। কয়েকটি পরগণা লইয়া এক এক জিলা গঠিত ছিল, এবং প্রত্যেক জিলার হিসাব রক্ষার ভার আমিল নামক কৰ্ম্মচারীর প্রতি অৰ্পিত থাকিত। অধীন কারকুনগণ উপরিস্থ আমিলের নিকট স্বীয় স্বীয় কার্য্যের নিকাশ প্রদান করিত। প্রত্যেক মহালের রাজস্ব সংগ্রহের কার্য্য “শিকদার” নামক কৰ্ম্মচারিদ্বারা নিৰ্ব্বাহিত হইত। কয়েকটি মহাল লইয়া এক একটি “তরফ’ সংগঠিত ছিল এবং প্রত্যেক তরফের রাজস্ব আদায়ের পর্য্যবেক্ষণার্থ মজুমদার উপাধিধারী কৰ্ম্মচারী (») English Translation of Riyazo-s-salatin by Maulvy Abdus Salem, M. A. Fasciculus 1 Page 6.