r ( રજ ) নিযুক্ত ছিল। নায়েব অথবা স্থানীয় দেওয়ান এই সমস্ত কৰ্ম্মচারীর কাৰ্য্য পর্য্যবেক্ষণ করিতেন (১)। o সম্রাট আকবরসাহের সময় বাঙ্গালী দেশ মোগলশাসনাধীন হইলে তদীয় সুদক্ষ রাজস্ব-সচিব টোডর মল্ল এই দেশের রাজস্বসম্বন্ধীয় এক বন্দোবস্ত করেন। এই সময় বাঙ্গাল দেশ উনবিংশ সরকার এবং সাত শত আটচল্লিশ মহালে বিভক্ত হইয়াছিল (২) । এই সমস্ত সরকারমধ্যে লক্ষ্মণাবতী, পূর্ণিয়, তাজপুর, পাঞ্জার, ঘোরাঘাট, বরকাবাদ, বাজুহা, শ্ৰীহট্ট, সোণার গা, ও চট্টগ্রামনামক সরকার গঙ্গানদীর উত্তর ও পূৰ্ব্বভাগে ; সপ্তগ্রাম, মামুদাবাদ, খলিফতাবাদ, ফতাবাদনামক সরকার ঐ নদীর উপকূলে এবং তাণ্ড, সরিফাবাদ, সলিমনাবাদ ও মান্দারণনামক সরকার গঙ্গানদীর দক্ষিণে ও ভাগীরথীর পশ্চিমভাগে অবস্থিত ছিল । - বৰ্ত্তমান ঢাকা জিলার কিয়দংশ, রাজসাহী, বগুড়া, পাবনা এবং পশ্চিম ময়মনসিংহ, বাজুহানামক সরকারের অন্তর্ভূত ছিল। মেঘনাদ ও ব্রহ্মপুত্র নদের উভয় পাশ্বস্থ স্থান, ঢাকা ও ময়মনসিংহের পুৰ্ব্বাংশ, ত্রিপুরা জিলার পশ্চিমাংশ এবং সমগ্র নোয়াখালি জিলা লইয়া, সোণারগ। নামক সরকার বিস্তৃত ছিল । ঢাকা ও যশোহরের কিয়দংশ, ফরিদপুরের অধিকাংশ, বাখরগঞ্জের উত্তরাংশ, দক্ষিণ সাহাবাজপুর এবং সন্দ্বীপ ফতেবাদনামক সরকারের অন্তর্গত ছিল । বাখরগঞ্জের পশ্চিমাংশ এবং যশোহরের দক্ষিণাংশ সরকার - খলিফতাবাদের অন্তভুক্ত ছিল (৩) । (3) English Translation of Riyazo-ssalatin by Maulvy Abdus Salem, M. A Fasciculus 1 Page 21. * R (R) Do Page 8. (2) Do Page 48.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।