( ء 9 ) নগরীতে এক নৌসৈন্য বিভাগ (নাওয়ার) সৃষ্টি করিয়া ত দ্বারা পদ্মা ও মেঘনাদনামক নদীদ্বয় সুরক্ষিত করেন (১) । এই বিভাগে সপ্তশত নৌকা ও কতিপয় বজরা সৰ্ব্বদা প্রস্তুত থাকিত, এবং আবশুক হইলে পদ্ম ও মেঘনাদ নদের উপকূলবাসী প্রকৃতিপুঞ্জকে আরাকানী ও পটুগিজ দসু্যদিগের আক্রমণ হইতে রক্ষা করিত। নৌসৈন্ত বিভাগের ব্যয় নিৰ্ব্বাহের নিমিত্ত কতিপয় ভূমি নিদিষ্ট হইয়াছিল, ঐ সমস্ত ভূমি “নাওয়ার মহাল” নামে খ্যাত ছিল । নাওয়ার বিভাগের কার্য্য পরিচালনার নিমিত্ত একজন অধ্যক্ষ নিযুক্ত ছিলেন, তিনি নাজিমের অধীন থাকিয় স্বকীয় পদোচিত কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতেন (২) । ইসলাম খা ১৬০৮ খ্ৰীষ্টাব্দ হইতে ১৬১৮ খ্ৰীষ্টাব্দ পর্য্যন্ত নাজিমী পদে অভিষিক্ত ছিলেন। তিনিই ঢাকার প্রাচীন দুর্গ নিৰ্ম্মাণ করেন। এখন ঐ দুর্গের চিহ্নমাত্র বিদ্যমান নাই। ঢাকুরি বর্তমান কারাগৃহ ঐ দুর্গের একাংশে নিৰ্ম্মিত হইয়াছে (৩)। ইসলাম খার পর ক্রমে ইব্রাহিম খাঁ, ফেদাই খা, কাশিম খাঁ, ইসলাম খাঁ মুশমেহদি এবং সুলতান সুজা বাঙ্গাল দেশের নবাবী কাৰ্য্য নিৰ্ব্বাহ করেন । সুলতান সুজার সময় বাঙ্গালার রাজধানী ঢাকা হইতে রাজমহলে স্থানান্তরিত হইয়াছিল। ১৬৫৩ খৃষ্টাব্দে মীরজুমলা নবাব নিযুক্ত হইয়া পুনরায় চাকা নগরীতে রাজধানী সংস্থাপন করেন। ১৬৪৫ খৃষ্টাব্দে সুলতান স্বজা ঢাকার চকবাজারের সন্মুখস্থ সুপ্রসিদ্ধ কাটরা নিৰ্ম্মাণ করিয়া ছিলেন (৪)। মগপ্রভৃতি পাৰ্ব্বত্য জাতির আক্রমণনিবারণের নিমিত্ত মীরজুমলাকর্তৃক হাজিপুর ও ইদ্রাকপুরের দুর্গ নিৰ্ম্মিত হয় (৫) । বড় (3) Hunter's Statistical Account of Dacca, Page 68. (R) Do Page 68. (9) Do Page 69. (8) Do Page 66 & 67. (e) Do Page 121.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।