পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 ° ) এই সমস্ত কিংবদন্তী কতদূর বিশ্বাস্ত, তাহ নির্ণয় করা মুকঠিন। বিশ্বনিয়ন্ত জগদীশ্বরের রাজ্যে ক্ষুদ্র মানবের পক্ষে সহসা কোন বিষয় অবিশ্বাস করা ধৃষ্টতা মাত্র। দ্বিতীয় কিংবদন্তী রাজবল্লভের জন্মের পূৰ্ব্বে কি পরে স্থঃ হইয়াছে তাহাও জানিবার উপায় নাই । রাজবল্লভের জন্মের পর ঐ কিংবদন্তী প্রচলিত হইয়া থাকিলে ইহা প্রতীয়মান হয় যে, উত্তরকালে তিনি বাঙ্গালার রাজনৈতিক জগতে প্রসিদ্ধি লাভ করায় বাণভট্ট প্রণীত কাদম্বর নামক গ্রন্থ বৃত্তাস্তাবলম্বনে ঐ কিংবদন্তী বিরচিত হইয়াছিল। কৃষ্ণচন্দ্র হস্ত চালনাদ্ধারা যে শ্লোক প্রাপ্ত হইয়াছিলেন, তাহা রাজবল্লভের প্রতি আকর্ষণ করিবার উদেশুে বিরচিত হওয়া 4 অসম্ভব নহে।