পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রিতীক্ষ্ম আখ্যাক্স প্রথম পরিচ্ছেদ মুরশিদকুলী খ৷ যে সময় আজিম ওশান বাঙ্গালা দেশের নবাবী-পদ লাভ করিয়া ঢাকায় অবস্থান করিতেছিলেন, ঐ সময় সম্রাট আরঙ্গজেব মহম্মদ হাদিনামক জনৈক মুসলমানকে “মুরশিদকুলী খা” উপাধি প্রদান করিয়া ঐ হুবার দেওয়ানী পদে নিযুক্ত করেন। এই যুবক ব্রাহ্মণবংশে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং ইসলাম ধৰ্ম্মে দীক্ষিত হইয়া,হাজি সফি নামক ইস্পাহান দেশীয় জনৈক মুসলমান-কর্তৃক প্রতিপালিত হইয়াছিলেন । হাজি সফি ঐ ব্রাহ্মণ-কুমারকে অপত্য-নির্বিবশেষে স্নেহ করিতেন । পালক-পিতার স্কৃত্যুর পর মহম্মদ হাদি দাক্ষিণাত্যের অন্তর্গত বেরার প্রদেশের দেওয়ান হাজি আন্ধলা খোরাসানীর অধীনৰূপে কাৰ্য্য লাভ করেন। পরে সম্রাট আরঙ্গজেব মহম্মদ হাদির কার্য্য-কুশলতার বৃত্তান্ত অবগত হইয়া, তাহাকে হায়দরাবাদ প্রদেশের দেওয়ানি-পদ প্রদান করেন । এই সময় তাহার *করতলব খ।” উপাধি লাভ হয় । করতলৰ খ৷ এই কাৰ্য্য এত দক্ষতার সহিত সম্পাদন করিয়াছিলেন যে, সম্রাঢ় তাহাকে অচিরে মুরশিদকুলী খ উপাধি প্রদান করিয়া বাঙ্গালাদেশের দেওয়ানি-পদে নিযুক্ত করেন (১)। সম্রাটু অপাত্রে ৰিশ্বাস স্থাপন করেন নাই । মুরশিদকুলী খাঁ এই অভিনব পদ প্রাপ্ত হইয়। রাজস্ব-বিভাগের অশেষ উন্নতি বিধান করেন । (S) English Translation of Reyazu-s-salatin, by Moulvy Abdus Salem •m.A. Fasc. iii, page 254. - 8