পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8७ ) মুরশিদাবাদ নগরীর একাংশ আবর্জন দ্বারা পূর্ণ করিয়া উহ। “বৈকুণ্ঠ” অর্থাং” হিন্দুধৰ্ম্মাবলম্বীর স্বৰ্গপ্তান” এই আখ্যা প্রদান করেন। কোন জমিদার নির্দিষ্ট সময়ে রাজস্ব প্রদান করিতে অশক্ত হইলে বাকি আদায় ন! হওয়া পৰ্য্যন্ত তাহাকে ঐ পূতিগন্ধময় স্থানে আবদ্ধ থাকিতে হঠত। সৈয়দ রাজি থা কেবল ইহাতেই সন্তুষ্ট থাকিতেন না, তিনি কারারুদ্ধ জমিদারকে অনেক দিবস পর্য্যস্ত অনশনে রাখিতেন, এবং কখন কথন র্তাহাকে বৃক্ষে বন্ধন করিয়া বেত্ৰাঘাতে জর্জবিত করিতেন। এই সমস্ত অত্যাচার মুরশিদকুলী ধার জ্ঞাতসারে ও সম্মতিক্রমে অনুষ্ঠিত इड्रेड (>) | ১৭০৩ খৃষ্টাব্দে সম্রাট আরঙ্গজেব পরলোক গমন করিলে, তদীয় উত্তরাধিকারিগণ মধ্যে ভারতবর্যের সিংহাসন উপলক্ষে বিরোধ উপস্থিত হয় এবং সম্রাটের জ্যেষ্ঠ পুত্র মহম্মদ মোয়াজেন, ভ্রাতৃগণকে যুদ্ধে পরাভূত করিয়া বাহাদুর সাহা নাম-ধারণপূর্বক সিংহাসনে আরোহণ করেন। ১৭১২ খৃষ্টাব্দে বাহাদুর সাহা পরলোক গমন করেন এবং তদীয় জ্যেষ্ঠ পুত্র ময়াজদিন পিতৃত্যক্ত সিংহাসন লাভ করেন । এই সময় বাঙ্গালার ভূতপূৰ্ব্ব নবাব আজিম ওশান, ভ্রাত। ময়াজদিনের প্রতিদ্বন্দ্বী হইয়৷ যুদ্ধে নিহত হইয়াছিলেন। আজিম ওশানের পুত্র ফেরকশিয়ার পিতার শোচনীয় পরিণামের বৃত্তান্ত অবগত হইয়া অযোধ্যা ও এলাহাবাদের শাসন-কর্তৃগণের সাহায্যে, ময়াজদিনকে যুদ্ধে পরাভূত । করত: দিল্লীর সিংহাসনে অধিরোহণ করেন । ময়াজদিনের বিরুদ্ধে অভিধান করিবার প্রাক্কালে ফেরকশিয়ার মুরশিদকুলী খাঁর সাহায্য প্রার্থনা করিয়াছিলেন, কিন্তু তিনি সাহায্য প্রদান করিতে অসম্মত (2) English Translation of Sair Motakharin by Moulvy Abdus Salem m. A. Fasc III page 265. -