দ্বিতীয় পরিচ্ছেদ কৈশোরে ১৭০৭ খৃষ্টাব্দে, অর্থাৎ যে বৎসর সম্রাট আরঙ্গজেৰ কালগ্রাসে পতিত হন, সেই বৎসর রাজবল্লভের জন্ম হইঃাছিল (১)। এই সময় কৃষ্ণজীবন স্বচ্ছল অবস্থাপন্ন ছিলেন। শুক্ল পক্ষীয় চন্দ্রমার ঝায় দিনে দিনে বৃদ্ধি প্রাপ্ত হইয়া রাজবল্লভ জনক ও জননীর আনন্দ ৰুদ্ধন করিতে লাগিলেন। বালকের রমণীয় দেহ-কাত্ত্বি ও প্রতিভা-সমন্বিত বদ্বনমণ্ডল নিরীক্ষণ করিলে সকলেই তৎপ্রতি সহজে আকৃষ্ট হইত। কথিত আছে যে, বাল্যকালে কোন সময় রাজবল্লভ পিতা কৃষ্ণজীবন মজুমদারের সহিত মালখনগর গ্রামে অবস্থান করিতেছিলেন এবং ঘটনাক্রমে এক দিবস দেবদাস বসুর শয়নকক্ষে প্রবেশ করিয়া তাহার শয্যাতলে নিদ্রাভিভূত হইয় পড়েন । কিয়ুৎকাল পরে দেবীদাস বস্থ শয়নকক্ষে প্রবেশ করিয়া বালক রাজবল্লভকে ঐ অবস্থায় দেখিতে পান। তৎকালে যে সমস্ত লোক উপস্থিত ছিল, তাহার রাজবল্লভকে জাগরিত করিবার উদ্যোগ করে, কিন্তু বমু মহাশয় তাহাদিগকে নিবারণ করিয়া বলেন, “এই বালক ভবিষ্যতে অতি প্রধান ব্যক্তি হইবে, ইহার নিজার ব্যাঘাত করিও না।” অন্য একদিন তিনি (১) ৮ চন্দ্রকুমার রায রাজবল্লভের যে জীবনী প্রকাশ করিয়াছেন, তাহাতে লিখিত আছে, যে ১৬৯৯ খ্ৰীষ্টাব্দে রাজবল্লভের জন্ম श्छ। प्रशब्रारखब अनख्द्र बरछ পালঙ্গ নিবাসী শ্ৰীযুক্ত বাবু প্রতাপ চন্দ্র সেন মহাশয় জানাইয়াছেন যে, যখন তিনি মীর কাসেম কর্তৃক ১৭৬৩ খ্ৰীষ্টাব্দে নিহত হন তৎকালে ওঁহার বয়ঃক্রম ও ৰৎস ছিল।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।