( * - ) র্যাহারা মালখানগরে রাজবল্লভের বিদ্যাশিক্ষার কথা বলেন, তাছাদের মতে তিনি দেবীদাস বসুর অর্থে দিল্লী নগরীতে গমন করিয়া শিক্ষা সমাপন করিয়াছিলেন (১) । রাজবল্লভের দিী গমন সম্বন্ধে কোন বিশ্বাসযোগ্য প্রমাণ নাই। ঐ সময় কৃষ্ণজীবনের অবস্থা সচ্ছল ছিল ; সুতরাং পুত্রের শিক্ষার নিমিত্ত তিনি যে অন্তের গলগ্ৰহ হইয়াছিলেন তাহা সম্ভবপর নহে। অতি অল্প দিন যাবত মালখানগর গ্রামে একটি উচ্চ শ্রেণীপ্ত ইংরেজী বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়াছে, তৎপূৰ্ব্বে ঐ স্থলে যে কখনও কোন বিদ্যালয় ছিল তাহা জানা যায় না এবং শিক্ষা বিস্তারের নিমিত্ত মালখানগর গ্রাম কদাপি প্রসিদ্ধি লাভ করিতে সমর্থ হয় নাই । রাজবল্লভের পিতা রাজকার্য্যোপলক্ষে মালখানগরে অবস্থান করিতেন সত্য, এবং রাজবল্লভও সময় সময় বাল্যকালে ঐ স্থলে গমন করিতেন সন্দেহ নাই, কিন্তু শিক্ষালাভের উদ্দেশ্রে তিনি যে ঐ গ্রামে অবস্থান করিয়াছেন তাহা বিশ্বাসযোগ্য বলিয়া বোধ হয় না। যে সময় রাজবল্লভের জন্ম হয় তৎকালে তাহার স্বগ্রামে বিদ্যাশিক্ষার বিশেষ সুবিধা ছিল না। রাজনগরে যে সমস্ত চতুষ্পাঠী, মক্তব ও পাঠশালা বিদ্যমান ছিল, সে সমস্তই রাজবল্লভের অর্থে ও যত্নে সংস্থাপিত হইয়াছিল। রাজনগর প্রতিষ্ঠিত হওয়ার পূৰ্ব্বে, অর্থাৎ যে সময় রাজবল্লভের আবাসস্থলের নাম “বিলদাওনীয়া” ছিল তৎকালে ঐ গ্রামে কোন বিদ্যালয় বর্তমান থাকার কথা কেহ বলে না। অতএব রাজবল্লভের বিদ্যাশিক্ষা স্বগ্রামে না হওয়াই সিদ্ধাস্ত হইতেছে। এই সময় জপসানামক গ্রাম সংস্কৃত ও পারসিক শিক্ষার নিমিত্ত সবিশেষ খ্যাতিলাভ করিয়াছিল। পূৰ্ব্বে বলা হইয়াছে যে বেদগর্ভের (১) মালথানগর নিবাসী জীযুক্ত বাৰু কিশোর মােহন ৰন্থ মহাশয় এইরূপ বলেন ।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।